মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে বায়ার্ন মিউনিখের এভাবে কোচ বদলের ঘটনা অবাক করেছে অনেককে।
টোকিওর ওদাইবা মেরিন পার্কে বৃহস্পতিবার ১ ঘণ্টা ৪৮ মিনিট ৩৩ দশমিক ৭ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ভেলব্রক। দূরপাল্লার সাঁতারে প্রথম পুরুষ বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে অলিম্পিকের পদক জয়ের কৃতিত্ব দেখালেন এই ২৩ বছর বয়সী সাঁতারু।
২৫ সেকেন্ড সময় বেশি নিয়ে এ ইভেন্টে রুপা পেয়েছেন হাঙ্গেরির ক্রিস্টোফ রাসোভস্কি। ব্রোঞ্জ পেয়েছেন ইতালির গ্রেগোরিও পালত্রিনিয়েরি; ১ ঘণ্টা ৪৯ মিনিট ০১ দশমিক ১ সেকেন্ডে সাঁতার শেষ করেন তিনি।
এর আগে ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ভেলব্রক ব্রোঞ্জ এবং ৮০০ মিটার ফ্রিস্টাইলে পালত্রিনিয়েরি রুপা জিতেছিলেন।
অলিম্পিকে প্রথম সোনা জিতে উচ্ছ্বসিত ভেলব্রক বলেন, “প্রথম ৭ কিলোমিটার আমার জন্য সহজ ছিল।”
“ফ্লোরিয়ান আজ অজেয় ছিল। আমি চেষ্টা করেছিলাম বাকিদের মধ্যে সেরা হওয়ার।”