৪১ বছর পর অলিম্পিকসের হকিতে ভারতের পদক

জমজমাট লড়াইয়ে জার্মানিকে হারাল ভারত। ৪১ বছর পর অলিম্পিকসের পুরুষ হকিতে পদকের স্বাদ পেল তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2021, 06:40 AM
Updated : 5 August 2021, 12:34 PM

টোকিওর হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে ৫-৪ গোলে জেতে ভারত। পুরুষ হকিতে এর আগে সবশেষ তারা পদক জিতেছিল সেই ১৯৮০ সালের মস্কোর অলিম্পিকে। সেবার দেশটি পেয়েছিল সোনা।

এর আগে সেমি-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে তেমন একটা লড়াই করতে পারেনি ভারত। হেরে যায় ৫-২ গোলে ।

২০১৬ সালে রিও দে জেনেইরো অলিম্পিকসে পুরুষ হকির কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ভারত।

চার কোয়ার্টারের খেলায় প্রথম কোয়ার্টারে ১-০ গোলে এগিয়ে ছিল জার্মানি। দ্বিতীয় কোয়ার্টার শেষ হয় ৩-৩ সমতায়। তৃতীয় ধাপ ভারত শেষ করে ৫-৩ গোলে এগিয়ে থেকে। শেষ কোয়ার্টারে এক গোল শোধ করলেও হার এড়াতে পারেনি জার্মানি।

হকির মহিলা বিভাগেও পদক পাওয়ার আশা আছে ভারতের। আগামী শুক্রবার ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে তারা মুখোমুখি হবে গ্রেট ব্রিটেনের।

একই দিনে পরে হওয়া ফাইনালে অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো অলিম্পিক পুরুষ হকির সোনা জিতেছে বেলজিয়াম।