লিভারপুলে আরও ৬ বছর খেলবেন আলিসন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2021 12:44 AM BdST Updated: 05 Aug 2021 12:49 AM BdST
লিভারপুলের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করেছেন গোলরক্ষক আলিসন। নতুন চুক্তিতে অ্যানফিল্ডের ক্লাবটিতে ২০২৭ সাল পর্যন্ত খেলবেন এই ব্রাজিলিয়ান।
এক বিবৃতিতে বুধবার আলিসনের চুক্তির বিষয়টি জানায় প্রিমিয়ার লিগের ক্লাবটি।
২০১৮ সালে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে ওই সময়ের রেকর্ড ৬ কোটি ৬৮ লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দেন আলিসন। তিন বছরে ক্লাবের হয়ে তিনি জিতেছেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
চুক্তির পর ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান জানান, লিভারপুলের ওপর তার আস্থা ও বিশ্বাস আছে। এখানে তার পরিবারও খুশি।
“(এই সিদ্ধান্ত) আমার জন্য কঠিন ছিল না।”
গত কদিনে তৃতীয় খেলোয়াড় হিসেবে ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটির সাথে নতুন চুক্তি করলেন আলিসন। গত মঙ্গলবার তার স্বদেশি ফাবিনিয়ো ২০২৬ পর্যন্ত চুক্তি নবায়ন করেন। এর আগে গত সপ্তাহে ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড চুক্তির মেয়াদ বাড়ান ২০২৫ সাল পর্যন্ত।
লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত সব মিলিয়ে ১৩০ ম্যাচ খেলে আলিসন জাল অক্ষত রেখেছেন ৫৭টি।
গত মৌসুমে ওয়েস্ট ব্রুমের বিপক্ষে যোগ করা সময়ে তার হেডে করা গোলটি লিভারপুলের মৌসুম সেরা গোল নির্বাচিত হয়। প্রিমিয়ার লিগের ইতিহাসে ষষ্ঠ গোলরক্ষক হিসেবে জালের দেখা পান তিনি। হেড থেকে গোলরক্ষকদের মধ্যে প্রথম গোল করেন তিনিই।
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
-
পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
-
উইম্বলডনে আবার ফিরবেন কিনা, জানেন না সেরেনা
-
জয়ে নাদালের প্রত্যাবর্তন, শিয়াওতেকের রেকর্ড ‘৩৬’
-
টিভিতে আজ
-
তিতের কাছে ভিনিসিউস ‘২০১৪ সালের নেইমার’
-
ডি ইয়ং বার্সেলোনাতেই থাকতে চায়: কুমান
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ