জোড়া গোলে স্কটল্যান্ডের স্মরণীয় জয়ের নায়ক স্কট ম্যাকটমিনে।
টোকিওর আরিয়াকে জিমন্যাস্টিক্স সেন্টারে মঙ্গলবার ব্যালান্স বিমের ফাইনালে ১৪ স্কোর গড়ে ব্রোঞ্জ পেয়েছেন বাইলস। ১৪ দশমিক ৬৩৩ স্কোর গড়ে এ ইভেন্টে বাজিমান করেছেন চীনের গুয়ান শেনশেন। রুপা পেয়েছেন চীনেরই থাং শিচিং ১৪ দশমিক ২৩৩ করে।
২৪ বছর বয়সী এই তারকার স্বপ্ন ভাঙার শুরু গত মঙ্গলবার দলগত ইভেন্টে ভল্টে বাজে পারফরম্যান্স করে ছিটকে যাওয়া দিয়ে। ওই ইভেন্টে রুপা পায় যুক্তরাষ্ট্র। দলের সঙ্গী থাকায় রুপা পান বাইলসও। সব মিলিয়ে টোকিওতে তিনি পেলেন একটি করে দলীয় রুপা ও ব্যক্তিগত ব্রোঞ্জ।
টিম ইভেন্ট থেকে বাদ পড়ার আগেই ব্যক্তিগত পাঁচটি ইভেন্টেই ফাইনাল নিশ্চিত করেছিলেন বাইলস। কিন্তু মানসিক স্বাস্থ্যের কথা ভেবে একে একে তিনি সরে দাঁড়ান অল-অ্যারাউন্ড, ভল্ট, আনইভেন বারস ও ফ্লোর ফাইনাল থেকে।