মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে বায়ার্ন মিউনিখের এভাবে কোচ বদলের ঘটনা অবাক করেছে অনেককে।
কোকুগিকান অ্যারেনায় মঙ্গলবার মেয়েদের বক্সিংয়ের ফেদারওয়েট ইভেন্টের ৫৪-৫৭ কেজি ওজন শ্রেণিতে ইরি গড়েন ইতিহাস। ফিলিপিন্সের নেস্তি পেতেসিওকে সর্বসম্মতিক্রমে ৫-০ ব্যবধানে হারান ২০ বছর বয়সী এই তরুণী।
এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন গ্রেট ব্রিটেনের ক্যারিস আর্টিংসটল ও ইতালির ইরমা তেস্তা।
এবারের অলিম্পিকসে এ পর্যন্ত স্বাগতিক জাপানের অ্যাথলেটরা ১৮টি ইভেন্টে সেরা হয়েছে। পুরুষ-মহিলা মিলিয়ে বক্সিং ইভেন্ট থেকে এই প্রথম সোনা জয়ের স্বাদ পেল তারা।