কনকাকাফ গোল্ড কাপে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

ম্যাচের অনেকটা সময় আধিপত্য করেও মেক্সিকোর শেষটা হলো হতাশায়। অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকের গোলে তাদেরকে হারিয়ে কনকাকাফ গোল্ড কাপের সপ্তম শিরোপা ঘরে তুলল যুক্তরাষ্ট্র।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2021, 01:03 PM
Updated : 2 August 2021, 01:03 PM

যুক্তরাষ্ট্রের নেভাডা আলিজেন্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালের ফাইনালে মেক্সিকোকে ১-০ গোলে হারায় যুক্তরাষ্ট্র। একমাত্র গোলটি করেন মাইলস রবিনসন।

বল দখল, আক্রমণ, গোলে শট নেওয়া; সব দিকেই এগিয়ে ছিল মেক্সিকো। দারুণ খেলতে থাকা দলটি এগিয়ে যাওয়ার দারুণ একটি সুযোগও পেয়েছিল প্রথমার্ধে। কিন্তু রোজেলিও ফুনেস মোরির হেড রুখে দেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট টার্নার।

এরপর আতঙ্ক ছড়ান যুক্তরাষ্ট্রের পাউল আরিওলা। তার শট পোস্টের বাইরের দিকে লাগলে সে যাত্রায় বেঁচে যায় মেক্সিকো।

নির্ধারিত সময়ে স্কোরলাইন গোলশূন্য সমতায় থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অবশেষে ১১৮তম মিনিটে হেড থেকে জয়সূচক গোলটি করেন আতালান্তা ইউনাইটেডের ডিফেন্ডার রবিনসন।

উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলোকে নিয়ে হওয়া প্রতিযোগিতাটি ২০১৭ সালের পর প্রথম চ্যাম্পিয়ন হলো যুক্তরাষ্ট্র।