বিশ্ব রেকর্ডধারীকে হারিয়ে কামাচো-কুইনের কীর্তি

চলতি বছরে কয়েকটি দারুণ পারফরম্যান্স করা জেসমিন কামাচো-কুইন টোকিওর ট্র্যাকে আলো ছড়ালেন। ১০০ মিটার হার্ডলসে হারিয়ে দিলেন বিশ্ব রেকর্ডধারী কেন্ড্রা হ্যারিসনকে। দশমিক ১৫ সেকেন্ডের ব্যবধানে জিতে দেশ পুয়ের্তো রিকোকে এনে দিলেন অলিম্পিকের অ্যাথলেটিক্সে প্রথম সোনার অনির্বচনীয় স্বাদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2021, 06:29 AM
Updated : 2 August 2021, 07:15 AM

টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে সোমবার ১২ দশমিক ৩৭ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের ১০০ মিটার হার্ডলসে অলিম্পিক রেকর্ড গড়ে সেরা হন কামাচো-কুইন। টোকিওর আসরে এই প্রথম পদক জিতল পুয়ের্তো রিকো।

পুয়ের্তো রিকোর ইতিহাসে দ্বিতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকে সোনা জিতলেন এই ২৪ বছর বয়সী কামাচো-কুইন। রিও দে জেনেইরোর ২০১৬ আসরে দেশটিকে প্রথম অলিম্পিক সোনা টেনিস ইভেন্ট থেকে এনে দিয়েছিলেন মনিকা পুইগ।

২০১৬ সালে লন্ডনের ডায়মন্ড লিগে ১২ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়া হ্যারিসন টোকিওতে পেয়েছেন রুপা; সময় নিয়েছেন ১২ দশমিক ৫২ সেকেন্ড।

এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন মেগান ট্যাপার; ১২ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়েছেন জ্যামাইকার এই হার্ডলার।