বিশ্বকাপজয়ী অধিনায়ক উগো লরিসের স্থলাভিষিক্ত হলেন তারকা এই ফরোয়ার্ড।
টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে সোমবার ১২ দশমিক ৩৭ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের ১০০ মিটার হার্ডলসে অলিম্পিক রেকর্ড গড়ে সেরা হন কামাচো-কুইন। টোকিওর আসরে এই প্রথম পদক জিতল পুয়ের্তো রিকো।
২০১৬ সালে লন্ডনের ডায়মন্ড লিগে ১২ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়া হ্যারিসন টোকিওতে পেয়েছেন রুপা; সময় নিয়েছেন ১২ দশমিক ৫২ সেকেন্ড।
এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন মেগান ট্যাপার; ১২ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়েছেন জ্যামাইকার এই হার্ডলার।