অলিস্পিকে সোনা জিতে জেভেরেভের ইতিহাস

ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্য অর্জন করলেন র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর টেনিস খেলোয়াড় আলেক্সান্ডার জেভেরেভ। রাশিয়ার কারেন খাচানোভকে সরাসরি সেটে হারিয়ে টোকিও অলিম্পিকসে টেনিসের এককে জিতলেন সোনার পদক। প্রথম জার্মান পুরুষ হিসেবে অনন্য এই কীর্তিতে জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 01:42 PM
Updated : 1 August 2021, 01:42 PM

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে ফাইনালে ওঠা জেভেরেভ রোববার সোনার লড়াইয়ে ৭৯ মিনিটেই খাচানোভকে উড়িয়ে দেন। আরিয়াক টেনিস সেন্টার কোর্টে ২৪ বছর বয়সী এই খেলোয়াড় জেতেন ৬-৩, ৬-১ গেমে।

দ্বিতীয় জার্মান হিসেবে টেনিস এককে সোনা জিতলেন তিনি। ১৯৮৮ অলিম্পিকে নারী এককে সেরা হয়েছিলেন কিংবদন্তি স্টেফি গ্রাফ।

২০০০ সালে সিডনি অলিম্পিকে এককে সোনা জয়ের খুব কাছে গিয়েছিলেন টমি হাস। শেষ পর্যন্ত অবশ্য পারেননি, জিতেছিলেন রুপা। ১৯৯২ সালে দ্বৈতে সোনা জিতেছিলেন বরিস বেকার ও মিশেল স্টিচ।

এখন পর্যন্ত কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি জেভেরেভ।

গত বছর প্রথম মেজর জয়ের খুব কাছে গিয়েছিলেন তিনি। কিন্তু ইউএস ওপেনের ফাইনালে শেষ পর্যন্ত হেরে যান অস্ট্রিয়ার ডমিনিক টিমের বিপক্ষে।