অলিস্পিকে সোনা জিতে জেভেরেভের ইতিহাস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2021 07:42 PM BdST Updated: 01 Aug 2021 07:42 PM BdST
-
অলিম্পিকে সোনা জয়ের পর আলেক্সান্ডার জেভেরেভ।
ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্য অর্জন করলেন র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর টেনিস খেলোয়াড় আলেক্সান্ডার জেভেরেভ। রাশিয়ার কারেন খাচানোভকে সরাসরি সেটে হারিয়ে টোকিও অলিম্পিকসে টেনিসের এককে জিতলেন সোনার পদক। প্রথম জার্মান পুরুষ হিসেবে অনন্য এই কীর্তিতে জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়।
র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে ফাইনালে ওঠা জেভেরেভ রোববার সোনার লড়াইয়ে ৭৯ মিনিটেই খাচানোভকে উড়িয়ে দেন। আরিয়াক টেনিস সেন্টার কোর্টে ২৪ বছর বয়সী এই খেলোয়াড় জেতেন ৬-৩, ৬-১ গেমে।
দ্বিতীয় জার্মান হিসেবে টেনিস এককে সোনা জিতলেন তিনি। ১৯৮৮ অলিম্পিকে নারী এককে সেরা হয়েছিলেন কিংবদন্তি স্টেফি গ্রাফ।
২০০০ সালে সিডনি অলিম্পিকে এককে সোনা জয়ের খুব কাছে গিয়েছিলেন টমি হাস। শেষ পর্যন্ত অবশ্য পারেননি, জিতেছিলেন রুপা। ১৯৯২ সালে দ্বৈতে সোনা জিতেছিলেন বরিস বেকার ও মিশেল স্টিচ।
এখন পর্যন্ত কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি জেভেরেভ।
গত বছর প্রথম মেজর জয়ের খুব কাছে গিয়েছিলেন তিনি। কিন্তু ইউএস ওপেনের ফাইনালে শেষ পর্যন্ত হেরে যান অস্ট্রিয়ার ডমিনিক টিমের বিপক্ষে।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে