করোনাভাইরাসে আক্রান্ত ওদ্রিওসোলা

বেড়েই চলেছে রিয়াল মাদ্রিদে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত কদিনে ক্লাবের তৃতীয় খেলোয়াড় হিসেবে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন আলভারো ওদ্রিওসোলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 11:09 AM
Updated : 1 August 2021, 12:37 PM

শনিবার এক বিবৃতিতে ২৫ বছর বয়সী এই ডিফেন্ডারের শরীরে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্প্যানিশ ক্লাবটি।

এর আগে ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা ও ক্লাবে নতুন যোগ দেওয়া অস্ট্রিয়ান ডিফেন্ডার ডাভিড আলাবা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন।

কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুমের প্রস্তুতিতে স্কোয়াডের সঙ্গে অনুশীলন করছিলেন ওদ্রিওসোলা।

আগামী ৮ অগাস্ট প্রীতি ম্যাচে এসি মিলানের মুখোমুখি হবে সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটি।

এরপর ১৪ অগাস্ট আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২১-২২ লা লিগা অভিযান শুরু করবে রিয়াল মাদ্রিদ।