যুক্তরাষ্ট্রের বিশ্ব রেকর্ড দিয়ে শেষ সাঁতার

টোকিও অলিম্পিকসের সুইমিং ইভেন্ট শেষ হলো। শেষটা রেকর্ড গড়ে রাঙাল যুক্তরাষ্ট্র। পুরুষ ১০০ মিটার মিডলে রিলের সোনা তারা জিতেছে নিজেদেরই বিশ্বরেকর্ড ভেঙে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 06:17 AM
Updated : 1 August 2021, 06:17 AM

টোকিওর অ্যাকুয়াটিস সেন্টারে রোববার ৩ মিনিট ২৬ দশমিক ৭৮ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্র। ২০০৯ সালে ইতালির রোমে ৩ মিনিট ২৭ দশমিক ২৮ সেকেন্ড টাইমিং করে এ ইভেন্টে আগের বিশ্বরেকর্ডটি গড়েছিল তারা।

এ ইভেন্টে অলিম্পিক রেকর্ডও নতুন করে গড়েছে যুক্তরাষ্ট্র। ২০১৬ সালে রিও দে জেনেইরো অলিম্পিকসে ৩ মিনিট ২৭ দশমিক ৯৫ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিল তারা।

টোকিওতে এ ইভেন্টে ইউরোপিয়ান রেকর্ড টাইমিং (৩ মিনিট ২৭ দশমিক ৫১ সেকেন্ড) করে রুপা পেয়েছে গ্রেট ব্রিটেন। ৩ মিনিট ২৯ দশমিক ১৭ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ পেয়েছে ইতালি।