ফ্লোরেও খেলবেন না বাইলস

শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। টোকিও অলিম্পিকসের ফ্লোর ফাইনাল থেকেও নিজেকে সরিয়ে নিলেন জিমন্যাস্ট সিমোন বাইলস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 06:10 AM
Updated : 1 August 2021, 06:28 AM

ইউএসএ জিমন্যাস্টিকস রোববার এক বিবৃতিতে বাইলসের ফ্লোর ইভেন্ট থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করে।

মানসিক স্বাস্থ্যের কথা ভেবে একের পর এক ইভেন্ট থেকে সরে দাঁড়ানো যুক্তরাষ্ট্রের এই তারকা জিমন্যাস্টের হাতে আর আছে একটি ইভেন্ট- ব্যালান্স বিম ফাইনাল। কিন্তু এই ইভেন্টেও তার অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছে ইউএস জিমন্যাস্টিকস। জানিয়েছে, ব্যালেন্স বিমের ফাইনালে তার অংশগ্রহণের ব্যাপারে পরে জানানো হবে।

দলীয় ইভেন্টে হতাশাজনক পারফরম্যান্সের পর ব্যক্তিগত অল-অ্যারাউন্ড ইভেন্ট, এরপর গত শনিবার ভল্ট ও আনইভেন বারস ইভেন্ট থেকেও সরে দাঁড়ান বাইলস।

গত মঙ্গলবার দলগত ইভেন্টে ভল্টে বাজে পারফরম্যান্স করে ছিটকে পড়ার পর সতীর্থদের মুকুট হারানো দেখেছিলেন বাইলস। রাশিয়া জিতেছিল সোনার পদক।

ওই ইভেন্টের পরই বাইলস বলেছিলেন, নিজের মানসিক স্বাস্থ্য দেখভাল করার দিকে মনোযোগ দিতে হচ্ছে তাকে।

২৪ বছর বয়সী এই তারকা ক্যারিয়ারে ওয়ার্ল্ড ফ্লোর এক্সারসাইজের মুকুট জিতেছেন পাঁচবার- ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৮ ও ২০১৯।

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সফলতম এই জিমন্যাস্ট ২০১৬ রিও অলিম্পিকে জিতেছিলেন চারটি সোনা ও একটি ব্রোঞ্জ পদক।