মেজাজ হারিয়ে র্যাকেট ভাঙলেন জোকোভিচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2021 08:27 PM BdST Updated: 31 Jul 2021 08:27 PM BdST
আগের দিন গোল্ডেন স্ল্যামের স্বপ্ন শেষ হওয়ায় হতাশায় নুয়ে পড়েছিলেন নোভাক জোকোভিচ। ব্রোঞ্জ পদকের লড়াইয়েও হেরে বসায় মেজাজ আর ধরে রাখতে পারলেন না তিনি। একটি র্যাকেট ছুড়ে ফেলার পর আরেকটি ভেঙেই ফেললেন সার্বিয়ান তারকা।
সেমি-ফাইনালে জার্মানির আলেক্সান্ডার জেভেরেভের বিপক্ষে দাপুটে শুরুর পর খেই হারিয়ে ১-৬, ৬-৩, ৬-১ গেমে হেরে বসেন জোকোভিচ। ম্যাচের পর প্রতিপক্ষকে অভিনন্দন জানানোর পাশাপাশি আত্মসমালোচনা করেন তিনি। বলেন, ক্রমেই তার পারফরম্যান্স খারাপের দিকে গেছে, যা মোটেও কাম্য নয়।
এরপর শনিবার এককের ব্রোঞ্জ পদকের আশায় খেলতে নেমে শুরুর সেট হেরে বসেন জোকোভিচ। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ালেও হতাশা পিছু ফেলতে পারেননি র্যাঙ্কিংয়ের সেরা তারকা। তাকে ৬-৪, ৬-৭, ৬-৩ গেমে হারিয়ে তৃতীয় হন এটিপি র্যাঙ্কিংয়ের ১১ নম্বর স্পেনের পাবলো কারেনো বুস্তা।

টোকিও সফর এতটা হতাশাময় হবে, কল্পনাতেও বুঝি ভাবেননি জোকোভিচ। বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যামের সবকটি (অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও উইম্বলডন) জিতে পা রেখেছিলেন অলিম্পকে; গোল্ডেন স্ল্যাম জয়ের স্বপ্নে এগিয়ে যাওয়ার লক্ষ্যে।

শনিবারেই পদক পাওয়ার আরেকটি সুযোগ ছিল ৩৪ বছর বয়সী এই তারকার। তবে কাঁধের চোটের কারণে মিশ্র দ্বৈতের ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন জোকোভিচ। নিনা স্তোইয়ানোভিচের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ার জন পিয়ার্স ও অ্যাশলি বার্টি জুটির মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত