তিনটি অলিম্পিক রেকর্ড গড়ে শিয়াওজুনের সোনার হাসি

নিজের সেরা পারফরম্যান্স ছাড়াতে পারেননি। তবে সোনা জয়ের পথে তিন ক্যাটাগরিতেই অলিম্পিক রেকর্ড গড়েছেন চীনের ভারোত্তোলক লিউ শিয়াওজুন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2021, 10:52 AM
Updated : 31 July 2021, 10:52 AM

টোকিও অলিম্পিকসে শনিবার ভারোত্তোলনের ৮১ কেজি ওজন শ্রেণিতে সব মিলিয়ে ৩৭৪ কেজি ওজন তোলেন ৩৭ বছর বয়সী এই অ্যাথলেট। স্ন্যাচে ১৭০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ২০৪ কেজি তোলেন তিনি। সবকটিই অলিম্পিক রেকর্ড।

থাইল্যান্ডের পাতায়ায় ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে মোট ৩৭৮ কেজি তুলে বিশ্ব রেকর্ড গড়েছিলেন শিয়াওজুন।

ভারোত্তোলনে ছেলেদের ৮১ কেজি ওজন শ্রেণিতে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জেতেন  চীনের লিউ শিয়াওজুন।

লিউয়ের এটি দ্বিতীয় অলিম্পিক সোনা। ২০১২ লন্ডন গেমসে ৭৭ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছিলেন তিনি। একই ক্যাটাগরিতে ২০১৬ রিও অলিম্পিকসে জিতেছিলেন রুপা।

৮১ কেজি ওজন শ্রেণিতে এবার রুপার পদক জিতেছেন ডমিনিকান রিপাবলিকের জাকারিস বোনা মিশেল। ব্রোঞ্জ পেয়েছেন ইতালির আন্তোনিও পিস্সোলাতো।