টোকিওতে তুরস্কের প্রথম সোনা

জমজমাট লড়াইয়ে আর্চারির রিকার্ভ পুরুষ এককে ইতালির মাউরো নেসপোলিকে হারালেন মেতে গাজোজ। টোকিও অলিম্পিকসে প্রথম সোনা জয়ের স্বাদ পেল তুরস্ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2021, 09:03 AM
Updated : 31 July 2021, 09:03 AM

ইউমেনোশিমা ফিল্ডে শনিবার ফাইনালে নেসপোলিকে ৬-৪ সেট পয়েন্টে হারান গাজোজ।

প্রথম সেট হারের পর দ্বিতীয় সেট ড্র করেন তুর্কির এই আর্চার। তৃতীয় সেটে জিতে নেন গাজোজ। চতুর্থ সেট ড্র হলে পঞ্চম সেটে গড়ায় ম্যাচের ভাগ্য। সেখানে ২৯-২৬ ব্যবধানে জিতে বাজিমাত করেন ২২ বছর বয়সী এই আর্চার। 

টোকিওর আসরে আর্চারি ইভেন্ট শেষ হলো। পাঁচ পদকের লড়াইয়ে চারটিতেই সেরা দক্ষিণ কোরিয়া। ২০১৬ রিও অলিম্পিকে আর্চারির চার ইভেন্টেই সোনা জেতা দেশটি মেয়েদের দলগত, পুরুষ দলগত, মেয়েদের এককের মুকুট ধরে রেখেছে; এবারের আসরে নতুন যোগ হওয়া মিশ্র দলগত ইভেন্টেও জিতেছে।

রিকার্ভ এককের মুকুট ধরে রাখার প্রশ্নেও ফেভারিট ছিল তারা। কিন্তু কিম উজিন কোয়ার্টার-ফাইনালে হেরে যাওয়ায় পাঁচ পদকের স্বপ্ন গুঁড়িয়ে যায় তাদের।

রুপা জয়ী এই নেসপোলিকেই ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপসে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন বাংলাদেশের রোমান সানা। দেশকে এনে দিয়েছিলেন সরাসরি টোকিও অলিম্পিকসে খেলার টিকেট।

এই ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন আসরের স্বাগতিক জাপানের ফুরুকাওয়া তাকাহারু।