টিটির ‘আনু ভাই’ আর নেই

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম মৃত্যুবরণ করেছেন। ক্রীড়াঙ্গণে এই বর্ষীয়ান সংগঠক ‘আনু ভাই’ নামে পরিচিত ছিলেন বেশি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2021, 08:28 AM
Updated : 31 July 2021, 08:28 AM

নিজ বাসায় শনিবার ভোরে হৃদরোগে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে জানান টিটি ফেডারেশনের সহ-সভাপতি হাসান মুনীর। মৃত্যুকালে শামসুল আলমের বয়স হয়েছিল ৭৮ বছর। টেবিল টেনিসের বর্তমান কার্যনির্বাহী কমিটিতেও তিনি ছিলেন সদস্য হিসেবে।

একসময় প্রথম বিভাগ হকি লিগে খেলা শামসুল আলম দক্ষিণ এশিয়ান টিটি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও ওয়ারী ক্লাবের সাধারণ সম্পাদকও ছিলেন।

দুই মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছিলেন শামসুল। কিন্তু মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত কয়েক সপ্তাহ ছিলেন হাসপাতালে ভর্তি।

কিছুটা সুস্থ হয়ে ঘরে ফেরার পর গতরাতে ফের শারীরিক অবস্থার অবনতি হয় শামসুল আলমের।

প্রবীণ এই সংগঠকের মৃত্যুতে শোক জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।