দ্বিতীয় সোনার হাসি ম্যাককিউয়েনের

১০০ মিটার ব্যাকস্ট্রোকের মতো ঝড় তোলা হলো না। গড়া হলো না রেকর্ডও। তবে ঠিকই ২০০ মিটার ব্যাকস্ট্রোকে বাজিমাত করলেন কেলি ম্যাককিউয়েন। টোকিও অলিম্পিকসে পেলেন দ্বিতীয় সোনা জয়ের স্বাদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2021, 04:59 AM
Updated : 31 July 2021, 07:41 AM

টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে শনিবার ২ মিনিট ০৪ দশমিক ৬৮ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ম্যাককিউয়েন। অস্ট্রেলিয়ার এই ২০ বছর বয়সী সাঁতারু এর আগে অলিম্পিক রেকর্ড গড়ে জিতেছিলেন ১০০ মিটার ব্যাকস্ট্রোকের সোনা।

কানাডার কাইলি মাস ২ মিনিট ০৫ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন রুপা। ২ মিনিট ০৬ দশমিক ১৭ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন ম্যাককিউয়েনের সতীর্থ এমিলি সিবম।

এই ইভেন্টে অস্ট্রেলিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে সোনা জয়ের পর যেন বিস্ময়ের ঘোর কাটছে না ম্যাককিউয়েনের।

“যেসব মেয়েদের বিপক্ষে আমি লড়েছি, অবশ্যই তারা বিশ্বসেরা। তাই প্রতিটা ধাপ এগিয়ে যেতে অনুপ্রেরণা হিসেবে তাদের পাশে পাওয়াটা দারুণ।”

“সবার আগে…দেয়াল স্পর্শ করা এবং সোনার পদক গলায় ঝুলিয়ে বের হওয়া স্পষ্টতই অভাবনীয় ব্যাপার। অনুভূতিটা অসাধারণ।”