লিভারপুলে নতুন চুক্তিতে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jul 2021 11:17 PM BdST Updated: 30 Jul 2021 11:17 PM BdST
-
ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড (ফাইল ছবি)
লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি করেছেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ২০২৫ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন এই ইংলিশ ডিফেন্ডার।
২০১৯-২০ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি জানায়।
লিভারপুলের যুব দলে বেড়ে ওঠা এই ফুল-ব্যাকের ক্লাবটির মূল দলে অভিষেক হয় ২০১৬ সালের অক্টোবরে। এরপর থেকে দলটির হয়ে এখন পর্যন্ত তিনি খেলেছেন ১৭৯টি ম্যাচ।
আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে জাতীয় দলেও বেশ নিয়মিত মুখ ২২ বছর বয়সী এই খেলোয়াড়। তবে জুন-জুলাইয়ে হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতি ম্যাচে ঊরুতে চোট পাওয়ায় টুর্নামেন্টটিতে খেলতে পারেননি তিনি।
২০১৯ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছিলেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। লিভারপুলের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ ছাড়াও ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন তিনি।
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- পদ্মা সেতু: এক নজরে
- সর্বোচ্চ গড়ে ব্র্যাডম্যানের পরই সরফরাজ
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)