আর্সেনালে ডিফেন্ডার হোয়াইট

লম্বা সময়ের চুক্তিতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে ইংলিশ ডিফেন্ডার বেন হোয়াইটকে দলে টেনেছে আর্সেনাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2021, 04:05 PM
Updated : 30 July 2021, 04:05 PM

আলাদা বিবৃতিতে শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের উভয় ক্লাব।

তবে কোনো ক্লাবই ট্রান্সফার ফি প্রকাশ করেনি। ব্রিটিশ মিডিয়ার খবর, ২৩ বছর বয়সী এই ফুটবলারকে কিনতে ৫০ লাখ পাউন্ড খরচ হয়েছে আর্সেনালের।

২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়নশিপ জয়ী লিডস ইউনাইটেডে ধারে খেলেন হোয়াইট। ১৬ বছর পর দলটির প্রিমিয়ার লিগে ফেরার পেছনে বড় অবদান ছিল তার। আর গত মৌসুমে ব্রাইটনের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ছিলেন তিনি। লিগে দলটির হয়ে সবচেয়ে বেশি মিনিট খেলেছিলেন তিনি, ৩৬ ম্যাচে।

গত জুনে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক হয় হোয়াইটের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা ইংলিশ স্কোয়াডেরও অংশ ছিলেন হোয়াইট।