জোকোভিচের গোল্ডেন স্ল্যামের স্বপ্ন শেষ

একই বছরে চার গ্র্যান্ড স্ল্যামের সবকটি ও অলিম্পিকে সোনার পদক জিতে গোল্ডেন স্ল্যাম জয়ের স্বপ্নে টোকিওতে পা রেখেছিলেন নোভাক জোকোভিচ। তার সেই আশা গুঁড়িয়ে দিলেন আলেক্সান্ডার জেভেরেভ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2021, 10:39 AM
Updated : 30 July 2021, 10:49 AM

টোকিও অলিম্পিকসে টেনিসের পুরুষ এককের সেমি-ফাইনালে শুক্রবার শুরুটা ভালোই করেন জোকোভিচ। প্রথম সেটে উড়িয়ে দেন প্রতিপক্ষকে। তবে সেই ছন্দ ধরে রাখতে পারেননি তিনি। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট জিতে ১-৬, ৬-৩, ৬-১ গেমে ফাইনালে পা রাখেন জার্মানির জেভেরেভ।

সাবেক জার্মান তারকা স্টেফি গ্রাফের পর প্রথম খেলোয়াড় হিসেবে অসামান্য এই কীর্তি গড়ার পথে ছিলেন জোকোভিচ। ১৯৮৮ সালে চার গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি অলিম্পিকে সোনার পদকও জিতেছিলেন গ্রাফ।

জোকোভিচের ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ের আশা অবশ্য এখনও টিকে আছে। এ বছর এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও উইম্ববলডন জয়ী সার্বিয়ান তারকা ইউএস ওপেন জিতলে তার ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ হবে।