আইসোলেশনে পুরো ইউভেন্তুস স্কোয়াড

ইউভেন্তুসের তিউনিশিয়ান মিডফিল্ডার হামজা রাফিয়ার কোভিড-১৯ টেস্টের ফল এসেছে পজিটিভ। এই কারণে ক্লাবটির পুরো স্কোয়াডকে যেতে হয়েছে আইসোলেশনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2021, 11:44 AM
Updated : 29 July 2021, 11:44 AM

এক বিবৃতিতে বৃহস্পতিবার এই তথ্য জানায় ইতালিয়ান সেরি আর সফলতম দলটি।

যাদের পরীক্ষার ফল আসবে নেগেটিভ তারা অনুশীলন চালিয়ে যেতে পারবেন; তবে তারা দলের বাইরের কারো সংস্পর্শে যেতে পারবেন না বলেও জানানো হয়েছে।

২২ বছর বয়সী রাফিয়া ২০১৯ সালের জুলাইয়ে অলিম্পিক লিওঁ থেকে ইউভেন্তুসে যোগ দেওয়ার পর মূল দলের হয়ে খেলেছেন কেবল এক ম্যাচ।

আগামী শনিবার প্রীতি ম্যাচে ইউভেন্তুসের প্রতিপক্ষ মোনসা। প্রাক মৌসুমে শেষ প্রীতি ম্যাচটি তারা খেলবে আগামী ৮ অগাস্ট, কাম্প নউয়ে বার্সেলোনার বিপক্ষে।

আগামী ২২ অগাস্ট স্বাগতিক উদিনেজের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে চারে থেকে ২০২০-২১ আসর শেষ করা ইউভেন্তুস।