পুলে ঝড় তুলে চীনের মেয়েদের বিশ্বরেকর্ড

টোকিও অলিম্পিকসে মেয়েদের ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে বিশ্বরেকর্ড গড়ে সেরা হয়েছে চীন। পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্রের মেয়েদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2021, 10:45 AM
Updated : 29 July 2021, 10:45 AM

বৃহস্পতিবার সাঁতার শেষ করতে সাত মিনিট ৪০ দশমিক ৩৩ সেকেন্ড সময় নেন চীনের সাঁতারুরা। এক দশমিক ১৭ সেকেন্ড কম সময় নিয়ে ভাঙে ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গড়া অস্ট্রেলিয়ার আগের রেকর্ড।

নিজেদের সেরা সাত মিনিট ৪০ দশমিক ৭৩ সেকেন্ড টাইমিং করেও রুপার পদক পেয়েছে যুক্তরাষ্ট্র। সাত মিনিট ৪১ দশমিক ২৯ সেকেন্ডে টাইমিংয়ের ওশেনিয়া রেকর্ড গড়ে ব্রোঞ্জ পেয়েছে অস্ট্রেলিয়া।

এর মাধ্যমে সাফল্যে মোড়া একটা সকাল পার করে চীন। মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জেতেন দেশটির ২৩ বছর বয়সী সাঁতারু জং ইউফেই।