বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন চীনের শি

নিজের গড়া বিশ্বরেকর্ড আবারও ভাঙলেন শি জিইয়ং। ছেলেদের ভারোত্তোলনের সোনার পদক জয়ের পথে অলিম্পিকের তিনটি রেকর্ডের পাতায় নিজের নাম তুলেছেন চীনের এই ভারোত্তোলক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 02:23 PM
Updated : 28 July 2021, 02:43 PM

টোকিও ইন্টারন্যাশনাল ফোরামে বুধবার ছেলেদের ৭৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩৬৪ কেজি তুলে বিশ্বরেকর্ড ও অলিম্পিকের রেকর্ড গড়েন গড়েন শি। ৩৬৩ কেজির আগের বিশ্বরেকর্ডটি তিনি গড়েছিলেন ২০১৯ সালে পাতায়ার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ্সে।

এ বছরই উজবেকিস্তানের তাসখন্দে এশিয়ান চ্যাম্পিয়নশিপ্সে স্ন্যাচে গড়া ১৬৯ রেকর্ড অবশ্য টোকিওতে ভাঙতে পারেননি শি। তবে ১৬৬ কেজি তুলে অলিম্পিকের রেকর্ড গড়েছেন।

ক্লিন অ্যান্ড জার্কে ১৯৮ কেজি তুলে অলিম্পিকের রেকর্ড গড়ার সঙ্গে নিজের আগের বিশ্বরেকর্ডও ছুঁয়েছেন শি। ২০১৯ সালে তিয়ানজিনের বিশ্বকাপেও ১৯৮ কেজি তুলেছিলেন তিনি।

এ ইভেন্টে সব মিলিয়ে শির চেয়ে ১৮ কেজি কম তুলে রুপা পেয়েছেন ভেনেজুয়েলার হুলিও রুবেন মায়োরা পেরনিয়া ও ২৩ কেজি কম তুলে ব্রোঞ্জ পেয়েছেন আলবেনিয়ার ব্রিকেন কালইয়া।

২০১৬ সালে রিও দে জেনেইরোর অলিম্পিকেও সোনা জিতেছিলেন শি; সেবার অবশ্য ৬৯ কেজি ওজন শ্রেণিতে।