দ্বিতীয় সোনা জিতে ওহাশির হাসি

শেষ ৫০ মিটারে দারুণ সাঁতরে ঘাড়ে শ্বাস ফেলা যুক্তরাষ্ট্রের অ্যালেক্স ওয়ালশকে পেছনে ফেললেন ইউই ওহাশি। মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে জিতে টোকিও অলিম্পিকসে জাপানের এই সাঁতারু পেলেন দ্বিতীয় সোনার পদকের স্বাদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2021, 06:53 AM
Updated : 28 July 2021, 06:53 AM

টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে বুধবার ২ মিনিট ০৮ দশমিক ৫২ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন ওহাশি।

মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতেও সেরা হয়েছিলেন ২৫ বছর বয়সী এই সাঁতারু; টাইমিং ছিল ৪ মিনিট ৩২ দশমিক ০৮ সেকেন্ড ।

টোকিওর আসর থেকে স্বাগতিক জাপান এ পর্যন্ত সাঁতার ইভেন্ট থেকে দুটি সোনা পেয়েছে। দুটিই এনে দিলেন ওহাশি।

তুমুল লড়াই করেও শেষে পর্যন্ত ওহাশির চেয়ে দশমিক ১৩ সেকেন্ড পেছনে থেকে এ ইভেন্টে রুপা পান ওয়ালশ। ব্রোঞ্জ পান তারই সতীর্থ কেট ডগলাস (২ মিনিট ০৯ দশমিক ০৪ সেকেন্ড)।

বিশ্বরেকর্ড ও অলিম্পিকের রেকর্ড অটুট থাকলেও হাঙ্গেরির সাঁতারু কাতিনকা হোসসু হতাশ হলেন আবারও। ২ মিনিট ১২ দশমিক ৩৮ সেকেন্ড সময় নিয়ে আট প্রতিযোগীর মধ্যে সপ্তম হয়েছেন তিনি।

২০১৬ সালে রিও দে জেনেইরোর আসরে ২ মিনিট ০৬ দশমিক ৫৪ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের রেকর্ড গড়েছিলেন হোসসু। তার আগের বছর রাশিয়ার কাজানে হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপসে গড়েছিলেন বিশ্বরেকর্ডটি (২ মিনিট ০৬ দশমিক ১২ সেকেন্ড)।

তিন দিন আগে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে পঞ্চম হয়েছিলেন হোসসু।