বক্সিং রিংয়ে কামড়াতে উদ্যত বাল্লা

২৪ বছর আগে মাইক টাইসনের প্রতিপক্ষ ইভান্ডার হলিফিল্ডের কান কামড়ে দেওয়ার সেই কুখ্যাত ঘটনার কথা মনে করিয়ে দিলেন ইউনিস বাল্লা। টোকিও অলিম্পিকসের একটি বক্সিং ম্যাচে প্রায় একই রকম কাণ্ড ঘটাতে বসেছিলেন মরক্কোর এই বক্সার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2021, 05:34 PM
Updated : 27 July 2021, 05:34 PM

শেষ ষোলোর হেভিওয়েট লড়াইয়ে নিউ জিল্যান্ডের ডেভিড নিকার বিপক্ষে হেরে যান বাল্লা। ম্যাচের তৃতীয় ও শেষ রাউন্ডে মুখ হা করে প্রতিপক্ষের কান কামড়ে দেওয়ার চেষ্টা করছিলেন তিনি।

ঘটনাটা অবশ্য রেফারির চোখে পড়েনি। ৫-০ ব্যবধানের জয় তুলে নেন নিকা।

ম্যাচ শেষে ওই ঘটনার কথা জানান নিউ জিল্যান্ডের বক্সার।

“সে পুরোপুরি মুখের ভেতর নিতে পারেনি। ভাগ্যক্রমে তার মুখে মাউথগার্ড ছিল এবং আমি ছিলাম কিছুটা ঘর্মাক্ত।”

“কী বলেছিলাম তা মনে নেই, তবে আমি তাকে এমন অবস্থায় ফেলে দিয়েছিলাম যেন বুঝে উঠতে পারছিল না কী করবে। এর আগে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে আমি বুকে কামড় খেয়েছিলাম কিন্তু…এটা অলিম্পিক।”

হলিফিল্ডের কানে টাইসন দুইবার কামড় বসিয়েছিলেন ওয়ার্ল্ড হেভিওয়েট শিরোপার লড়াইয়ে, লাস ভেগাসে ১৯৯৭ সালে। এজন্য তিনি অযোগ্য ঘোষিত হয়েছিলেন এবং নিষিদ্ধ হয়েছিলেন ১৫ মাসের জন্য।

টোকিওর আসরে অপ্রীতিকর ঘটনা এটিই প্রথম নয়। দুদিন আগেই ম্যাচ শেষে হকি স্টিক দিয়ে স্পেনের এক খেলোয়াড়ের মাথায় বাড়ি মেরেছিলেন আর্জেন্টিনার খেলোয়াড় লুকাস রস্সি।