১১৩ বছর পুরনো স্মৃতি ফেরালেন ডিন-স্কট

টোকিরও পুলে ঝড় তুললেন গ্রেট ব্রিটেনের দুই সাঁতারু। যেন কেউ কারো নাহি ছাড়ে সমানে সমান। শেষ পর্যন্ত দশমিক ০৪ সেকেন্ডের ব্যবধানে ডানকান স্কটকে পেছনে ফেলে ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইলের সোনা জিতলেন টম ডিন। দুজনে ফিরিয়ে আনলেন ১১৩ বছর আগের রোমাঞ্চকর এক অধ্যায়ও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2021, 06:28 AM
Updated : 27 July 2021, 06:28 AM

টোকিওর অ্যাকুয়াটিক সেন্টারে মঙ্গলবার ১ মিনিট ৪৪ দশমিক ২২ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ডিন। ১ মিনিট ৪৪ দশমিক ২৬ সেকেন্ড সময় নিয়ে রুপা পান স্কট।

১৯০৮ সালের লন্ডন পর এই প্রথম দুই পুরুষ ব্রিটিশ সাঁতারু অলিম্পিকে এক ইভেন্টে পদক জিতলেন।

পোডিয়ামে উঠে দুজনে ‘হাই ফাইভ’ করেন, আলিঙ্গনে জড়ান পরস্পরকে।

দুই ব্রিটিশ সাঁতারুর পেছনে থেকে ১ মিনিট ৪৪ দশমিক ৬৬ সেকেন্ড সময় নিয়ে ব্রাজিলকে ব্রোঞ্জ এনে দেন ফের্নান্দো শেফার।

এ ইভেন্টে অলিম্পিকের রেকর্ড অবশ্য মাইকেল ফেলপসেরই থাকল। ১ মিনিট ৪২ দশমিক ৯৬ সেকেন্ড সময় নিয়ে ২০০৮ সালের বেইজিং অলিম্পিকসে রেকর্ড গড়েছিলেন যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি সাঁতারু।