ফিলিপিন্সের ‘সোনার মেয়ে’ দিয়াস

আগের তিন আসরে ফিরেছিলেন শূন্য হাতে। এবার করলেন বাজিমাৎ। অলিম্পিক রেকর্ড গড়ে জিতলেন সোনা। হিদিলিন দিয়াসের হাত ধরে ফিলিপিন্স পেল অনির্বচনীয় স্বাদ। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2021, 01:52 PM
Updated : 26 July 2021, 01:52 PM

ভারোত্তলনে মেয়েদের ৫৫ কেজি ওজন শ্রেণিতে সোনার পদক জয়ের পথে দুটি অলিম্পিক রেকর্ড গড়েন দিয়াস। দুই ক্যাটাগরি (স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক) মিলিয়ে তোলেন ২২৪ কেজি। এর মধ্যে ক্লিন এন্ড জার্কে তোলেন ১২৭। এই দুটি রেকর্ড গড়েন তিনি।

দেশকে প্রথম সোনা এনে দেওয়ার পথ সহজ ছিল না। চিনের লিয়াও কিয়াইয়ুন ক্লিন এন্ড জার্কে ১২৬ কেজি ওজন তোলার পর দিয়াসের প্রয়োজন ছিল বিশেষ কিছু করার। অলিম্পিক রেকর্ড গড়েই তিনি পূর্ণতা দেন নিজের স্বপ্নকে। 

২২৩ কেজি ওজন তুলে রুপা জেতেন লিয়াও। ব্রোঞ্জ জিতেছেন কাজাখস্থানের জুলফিয়া চিনশানলো।