বার্সা-নেইমার সমঝোতা

দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে চলা আইনি জটিলতা অবশেষে শেষ হলো। আদালতের বাইরে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা ও ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2021, 01:48 PM
Updated : 26 July 2021, 01:48 PM

এক বিবৃতিতে সোমবার দুই পক্ষের মাঝে চলমান সমস্যা বন্ধুত্বপূর্ণভাবে মিটিয়ে ফেলা হয়েছে বলে জানায় স্প্যানিশ ক্লাবটি।

২০১৭ সালের অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন নেইমার। তার মাত্র ৯ মাস আগে কাম্প নউয়ের দলটির সঙ্গে নতুন চুক্তি করেছিলেন এই তারকা ফরোয়ার্ড। সে অনুযায়ী, তাকে চার কোটি ৬৩ লাখ ইউরো বোনাস দেওয়ার শর্ত ছিল উল্লেখ করে বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ করেন নেইমার।

আবার বার্সেলোনা তখন নেইমারের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের আলাদা অভিযোগ এনে মামলা ঠুকে দিয়েছিল।

গত বছরের জুনে নেইমারের করা মামলা খারিজ করে দেয় স্পেনের একটি আদালত এবং তাকে আদেশ দেয় উল্টো ৬৭ লাখ ইউরো সাবেক ক্লাবকে দিতে।

স্পেনের গণমাধ্যমের খবর, ওই রায়ের বিরুদ্ধে আপিল করার পাশাপাশি কাতালান দলটির বিরুদ্ধে নতুন মামলাও করেছিলেন নেইমার। যার সবই এখন মিটে গেল।