আতলেতিকোর যুব দলের কোচ হলেন তরেস

আগামী মৌসুমের জন্য আতলেতিকো মাদ্রিদের যুব দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড ফের্নান্দো তরেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2021, 10:42 AM
Updated : 26 July 2021, 10:42 AM

সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

খেলোয়াড়ি জীবনে ইতি টানার পর গত মৌসুমে আতলেতিকোর একাডেমিতে সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন তরেস। তবে গত ফেব্রুয়ারিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান দায়িত্ব থেকে।

ভালোবাসার ক্লাবে ফিরতে পেরে এবং পেশাদার কোচিং ক্যারিয়ারের শুরু নিয়ে রোমাঞ্চিত ৩৭ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড টুইটারে জানিয়েছেন নিজের অনুভূতি।

“ঘরে ফিরতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। আমার সামনে রোমাঞ্চকর একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবং ক্লাবের জন্য আমরা সামর্থ্যের সবটুকু দিয়ে যাব।”

আতলেতিকোর হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করা তরেস দুই মেয়াদে ক্লাবটির হয়ে গোল করেছেন ১২১ টি। ক্লাবটিতে দ্বিতীয় দফায় থাকাকালীন জিতেছেন ইউরোপা লিগ। এরপর জাপানের ক্লাব সাগান তোসতে কিছুদিন খেলার পর ২০১৯ সালে ঘোষণা দেন অবসরের।