অলিম্পিকে মুকুট ধরে রেখে অনন্য পিটি

বাহুতে আঁকিয়েছিলেন সিংহের ট্যাটু। বলেছিলেন, ব্রিটিশ সিংহের মতোই তিনি। সুইমিংপুলে ঝড় তুলে তাই করে দেখালেন অ্যাডাম পিটি। ধরে রাখলেন অলিম্পিকে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের মুকুট। গ্রেট ব্রিটেনকে উপহার দিলেন এবারের আসরে প্রথম সোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2021, 05:01 AM
Updated : 26 July 2021, 05:01 AM

টোকিও অ্যাকুয়াটিস সেন্টারে সোমবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৫৭ দশমিক ৩৭ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন পিটি। ২০১৬ সালে রিও দে জেনেইরো অলিম্পিকে এই ইভেন্টে বাজিমাত করেছিলেন এই তারকা সাঁতারু। প্রথম ব্রিটিশ সাঁতারু হিসেবে অলিম্পিকের কোনো ইভেন্টের শ্রেষ্ঠত্ব ধরে রাখার অনন্য কৃতিত্বও গড়লেন তিনি।  

এই ইভেন্টের বিশ্ব রেকর্ড ও অলিম্পিকের রেকর্ডের মালিক পিটি। ২০১৯ সালে গুয়াঞ্জুতে ৫৬ দশমিক ৮৮ সেকেন্ডে সাঁতার শেষ করে গড়েছিলেন বিশ্ব রেকর্ড আর রিও দে জেনেইরোতে অলিম্পিকের রেকর্ড গড়েছিলেন ৫৭ দশমিক ১৩ সেকেন্ড টাইমিং নিয়ে।

এই ইভেন্টে নেদারল্যান্ডসের আর্নো কামিনগা ৫৮ সেকেন্ড সময় নিয়ে রুপা ও ইতালির নিকোলো মার্তিনেংঘি ৫৮ দশমিক ৩৩ সেকেন্ডে সাঁতার শেষ করে পেয়েছেন ব্রোঞ্জ।