লিভারপুল ম্যাচের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের পরিকল্পনা করেছে ক্লাবটির কিছু সমর্থক।
টোকিও অ্যাকুয়াটিস সেন্টারে সোমবার জমজমাট লড়াইয়ে ৫৫ দশমিক ৫৯ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ম্যাকনেইল। চলতি আসরে এই প্রথম সোনার পদকের স্বাদ পেল কানাডাও।
চীনের ঝ্যাং উফেই (৫৫ দশমকি ৬৪ সেকেন্ড) পেয়েছেন রুপা। অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওন (৫৫ দশমিক ৭২ সেকেন্ড) পেয়েছেন ব্রোঞ্জ।
এ ইভেন্টে অবশ্য বিশ্ব রেকর্ড ও অলিম্পিকের রেকর্ড অক্ষতই থাকল। ২০১৬ সালের রিও দে জেনইরো অলিম্পিকে ৫৫ দশমিক ৪৮ সেকেন্ড সময় নিয়ে দুটি রেকর্ড গড়েছিলেন সুইডেনের সারা সুস্ট্রোম।