আবারও আনচেলত্তির কোচিংয়ে খেলার সুযোগে রোমাঞ্চিত মদ্রিচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2021 04:26 PM BdST Updated: 25 Jul 2021 04:26 PM BdST
ছয় বছর বিরতির পর আবার কার্লো আনচেলত্তির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত লুকা মাদ্রিচ। এই ক্রোয়াট তারকা আশাবাদী, ইতালিয়ান কোচের নির্দেশনায় সাফল্যের পথে ফিরবে রিয়াল মাদ্রিদ।
৩৪ বারের লা লিগা জয়ী ক্লাবটিতে প্রথম দফায় আনচেলত্তি কোচ হন ২০১৩ সালে। তার কোচিংয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে লা দেসিমা (রিয়ালের দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা) জেতে স্পেনের সফলতম ক্লাবটি। এছাড়াও স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ও ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে তারা। কিন্তু পরের মৌসুমে রিয়াল ব্যর্থ হয় কোনো শিরোপা জিততে। ফলে আনচেলত্তিকে সরিয়ে দেওয়া হয় কোচের দায়িত্ব থেকে।
শেষটা সুখকর না হলেও ৬২ বছর বয়সী এই কোচের সঙ্গে পূর্বের কাজের অভিজ্ঞতা অনুপ্রেরণা যোগাচ্ছে মদ্রিচকে। তার বিশ্বাস, এক সঙ্গে আবার সাফল্যের দেখা পাবেন তারা।
“বেশ কিছু বছর পর কোচকে দেখতে পেয়ে আমি ভীষণ আনন্দিত। এটা অনেক আনন্দের। তিনি একজন অসাধারণ কোচ, যিনি (রিয়াল মাদ্রিদে) প্রথম যাত্রায় অনেক সাফল্য পেয়েছেন এবং আমি আশাবাদী এবার আগের চেয়ে বেশি সফলতা আসবে।”
আসছে মৌসুম রিয়ালে যোগ দেওয়ার ১০ বছর হবে মদ্রিচের। সম্প্রতি চুক্তি নবায়ন করেছেন এক বছরের জন্য। অভিজ্ঞ এই মিডফিল্ডারের কাছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্লাবে খেলার অনুভূতি রয়ে গেছে সেই প্রথম দিনের মতই।
“আমি এখনও অনেক রোমাঞ্চিত, যেমনটা ছিলাম এখানে আমার প্রথন দিনে। আমি খুশি সতীর্থদের আবারও দেখতে পেয়ে এবং আমি কাজ করতে উৎসাহী, প্রস্তুত হতে এবং দলকে ভালো করতে সাহায্য করার জন্য। (ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পরবর্তী বিরতি থেকে) ফিরে এসেছি অনেক উদ্দীপনা নিয়ে এবং এই মৌসুমে ভালো করার জন্য আমি কাজ করতে চাই।”
গত মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচ খেলেছেন মদ্রিচ, গোল করেছেন পাঁচটি এবং করিয়েছেন তিনটি।
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- দেখিয়ে দিতে চান আজার