টোকিও অলিম্পিকস: সুইমিংয়ের প্রথম সোনা যুক্তরাষ্ট্রের

সুইমিংপুলে লড়াই জমল দুই সতীর্থ চেইস কেলিস ও জে লিদারল্যান্ডের মধ্যে। শেষ পর্যন্ত জিতলেন কেলিস। টোকিও অলিম্পিকের সুইমিং ইভেন্টের প্রথম সোনা ও রুপা পেল যুক্তরাষ্ট্র।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2021, 03:54 AM
Updated : 25 July 2021, 03:55 AM

টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে রোববার ৪০০ মিটার মিডলেতে ৪ মিনিট ০৯ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন কেলিস। তার সতীর্থ লিদারল্যান্ড ৪ মিনিট ১০ দশমিক ২৮ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন রুপা।

অস্ট্রেলিয়ার ব্রেন্ডন স্মিথ ৪ মিনিট ১০ দশমিক ৩৮ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ।

এই ইভেন্টের বিশ্বরেকর্ড ও অলিম্পিকের রেকর্ড কাছাকাছিও অবশ্য যেতে পারেননি কেউ। যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ৪ মিনিট ০৩ দশমিক ৮৪ সেকেন্ড টাইমিং করেছিলেন।

দারুণ চমক উপহার দিয়ে তিউনিশিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন ১৮ বছর বয়সী আহমেদ হাফনাউই। ৪০০ মিটার ফ্রিস্টাইলে ৩ মিনিট ৪৩ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার জ্যাক ম্যাকলফলিন ৩ মিনিট ৪৩ দশমিক ৫৩ সেকেন্ড নিয়ে রুপা ও যুক্তরাষ্ট্রের কিয়েরন স্মিথ ৩ মিনিট ৪৩ দশমিক ৯৪ সেকেন্ড নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ।