হউ ঝিহুইয়ের ৩ রেকর্ড, ভারতের প্রথম পদক

দেশকে সোনার হাসি এনে দেওয়ার পথে একই সঙ্গে তিনটি অলিম্পিক রেকর্ড গড়লেন চীনের হউ ঝিহুই। ভারোত্তোলনে মেয়েদের ৪৯ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2021, 11:11 AM
Updated : 24 July 2021, 11:15 AM

ভারত ও ইন্দোনেশিয়ার দুই ভারোত্তোলক তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেননি ঝিহুইকে। তিনটি ক্যাটাগরিতেই (স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ২১০ কেজি তুলে) অলিম্পিক রেকর্ড ভাঙেন ঝিহুই। স্ন্যাচে ৯৬ কেজির বিশ্ব রেকর্ডও তার দখলে। টোকিওতে অবশ্য এই রেকর্ড ভাঙার চেষ্টাই করেননি তিনি।

টোকিওতে আসা ভারতের একমাত্র ভারোত্তলক মিরাবাই চানু ২০২ কেজি তুলে জিতেছেন রুপা। এতে করে ২১ বছরের খরা কাটিয়ে এই ডিসিপ্লিনে দেশটি পেল প্রথম পদকের স্বাদ।

২০০০ সালের সিডনি অলিম্পিকসে মেয়েদের ভারোত্তোলনের ৬৯ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পেয়েছিলেন কারনাম মালেশ্বরী। সিডনির ওই আসরে ভারতের এটাই ছিল একমাত্র পদক প্রাপ্তি।

ক্লিন অ্যান্ড জার্কে ১১৯ কেজির বিশ্ব রেকর্ডটি এখনও চানুর দখলেই আছে। এবারের আসরে দেশটির এটিই প্রথম পদক।

আর ইন্দোনেশিয়ার ১৯ বছর বয়সী উইন্দি কান্তিকা আইসাহ মোট ১৯৪ কেজি তুলে তৃতীয় হয়েছেন।