রিশার্লিসনের হ্যাটট্রিকে জার্মানিকে হারাল ব্রাজিল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jul 2021 07:36 PM BdST Updated: 04 Aug 2021 02:21 PM BdST
-
-
টোকিও অলিম্পিকে ব্রাজিলের বিপক্ষে জার্মানির ম্যাক্সিমিলিয়ান আরনল্ডকে (কালো ৮ নম্বর জার্সি) দ্বিতীয় হলুদ কার্ড দেখাচ্ছেন রেফারি।
প্রথমার্ধেই দারুণ এক হ্যাটট্রিক উপহার দিলেন রিশার্লিসন। ব্রাজিল ম্যাচ নিল মুঠোয়। দ্বিতীয়ার্ধে জার্মানি ঘুরে দাঁড়ালেও পেরে ওঠেনি। অলিম্পিকের ফুটবল ইভেন্টের সোনার মুকুট ধরে রাখার মিশনে দারুণ শুরু পেয়েছে ব্রাজিল।
ইয়োকোহামা স্টেডিয়ামে বৃহস্পতিবার ফুটবলের পুরুষ বিভাগের ‘ডি’ গ্রুপের ম্যাচে ৪-২ গোলে জিতেছে ব্রাজিল। জয়ী দলের অন্য গোলদাতা পাউলিনিয়ো।
২০১৬ সালে রিও দে জেনেইরো অলিম্পিকে ফুটবল ইভেন্ট যেখান থেকে শুরু করেছিল ব্রাজিল, টোকিওর আসর যেন সেখান থেকেই শুরু করল তারা। গতবার জার্মানিকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সোনা জিতেছিল ব্রাজিল। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।
নতুন মিশনে এবার সপ্তম মিনিটে রিশার্লিসনের শটে এগিয়ে যায় ব্রাজিল। পঞ্চদশ মিনিটে এভারটনের এই ফরোয়ার্ডের শট ব্লক করেন ডিফেন্ডাররা। তবে সাত মিনিট পর তিনিই ব্যবধান দ্বিগুণ করেন আরানা গুইলের্মের পাস থেকে।
৩০তম মিনিটে মাথেউস কুইয়ার পাস থেকে হ্যাটট্রিক পূরণ করেন রিশার্লিসন। প্রথমার্ধের যোগ করা সময়ে কুইয়া পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ঠিকই মুঠোয় রেখে বিরতিতে যায় ব্রাজিল।

টোকিও অলিম্পিকে ব্রাজিলের বিপক্ষে জার্মানির ম্যাক্সিমিলিয়ান আরনল্ডকে (কালো ৮ নম্বর জার্সি) দ্বিতীয় হলুদ কার্ড দেখাচ্ছেন রেফারি।
তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পাউলিনিয়ো লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। অনূর্ধ্ব-২৩ দলের এই প্রতিযোগিতায় আগামী রোববার কোত দি ভোয়ার মুখোমুখি হবে তারা। জার্মানি লড়বে সৌদি আরবের বিপক্ষে।
দিনের অন্য ম্যাচে সাপ্পোরো দেমো স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারে আর্জেন্টিনা। ফ্রান্সকে ৪-১ গোলে উড়িয়ে দেয় মেক্সিকো। স্বাগতিক জাপান ১-০ গোলে জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। স্পেন গোলশূন্য ড্র করে মিশরের বিপক্ষে।
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরা প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
-
বড় ব্যবধানে হেরে বাংলাদেশের সেমি-ফাইনালের আশা শেষ
-
৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
টিভিতে আজ
-
নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস