ফুটবলে হার দিয়ে অলিম্পিক যাত্রা শুরু আর্জেন্টিনার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jul 2021 06:46 PM BdST Updated: 22 Jul 2021 08:01 PM BdST
প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবে কী, উল্টো আবারও গোল খেল আর্জেন্টিনা। টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে দলটির যাত্রাও শুরু হলো হার দিয়ে।
সাপ্পোরো দেমো স্টেডিয়ামে বৃহস্পতিবার ফুটবলের পুরুষ বিভাগের ‘সি’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া।
ম্যাচে ছিল ফাউল আর হলুদ কার্ডের ছড়াছড়ি। অস্ট্রেলিয়া ১৭টি ও আর্জেন্টিনা ১৫টি ফাউল করেছে। তাতে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা পায় ৭টি হলুদ কার্ড। অর্জেন্টিনার তিন হলুদ কার্ডের মধ্যে দুটি পান ফ্রান্সিসকো ওর্তেগা।
আক্রমণে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের গোলমুখে আর্জেন্টিনা ছিল ব্যর্থ। মোট ১২টি শটের ৫টি তারা লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে, ৮ শটের মধ্যে পোস্টে রাখা ৫টি থেকে দুটি গোল তুলে নেয় অস্ট্রেলিয়া।
১৯তম মিনিটে ল্যাছল্যান ওয়েলসের গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে দুই মিনিটের মধ্যে ওর্তেগা দুটি হলুদ কার্ড দেখলে আর্জেন্টিনার বিপদ আরও বাড়ে।

অনূর্ধ্ব-২৩ দলের এই প্রতিযোগিতায় আগামী রোববার মিশরের মুখোমুখি হবে।
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে নিজেদের ইতিহাসে দ্বিতীয় ও সবশেষ ফুটবল ইভেন্টে সোনা জিতেছিল আর্জেন্টিনা।
ব্রাজিলের রিও দে জেনেইরোর ২০১৬ আসরে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার হতাশা সঙ্গী হয়েছিল তাদের।
বৃহস্পতিবার অন্য গ্রুপের ম্যাচে ফ্রান্সকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মেক্সিকো। স্বাগতিক জাপান ১-০ গোলে জিতেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। স্পেন গোলশূন্য ড্র করেছে মিশরের বিপক্ষে।
-
অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ
-
জাতীয় দলকে অবামেয়াংয়ের বিদায়
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরই উৎসব করতে চায় লিভারপুল
-
‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
টিভিতে আজ
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
সর্বাধিক পঠিত
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- ডলারের তেজ খানিকটা কমল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- টিসিবির পণ্য আর ট্রাকে মিলবে না, ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ