রিয়ালে রামোসের ৪ নম্বর আলাবার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2021 08:50 PM BdST Updated: 21 Jul 2021 08:50 PM BdST
-
রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস ও ডিফেন্ডার ডাভিড আলাবা। ছবি: রিয়াল মাদ্রিদ
ছুটি কাটিয়ে নতুন দলে যোগ দিয়েছেন ডাভিড আলাবা। রিয়াল মাদ্রিদে এসে পেয়েছেন ৪ নম্বর জার্সি। পিএসজিতে যাওয়ার আগ পর্যন্ত যেটা পরতেন অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার সের্হিও রামোস।
গত মের শেষ দিকে পাঁচ বছরের চুক্তিতে ইউরোপের সফলতম দলে যোগে দেন ২৮ বছর বয়সী আলাবা। বুধবার তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয় রিয়াল। হাতে তুলে দেওয়া হয় রামোসের রেখে যাওয়া ৪ নম্বর জার্সি। যে জার্সি গায়ে রামোস নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্লাবের সব সময়ের সেরাদের একজন হিসেবে।
সাবেক অধিনায়কের রেখে যাওয়া জার্সির ভার ভালোভাবেই জানা আলাবার। তবে নিজেকে তিনি কারো সঙ্গে তুলনা করতে চান না; প্রতিষ্ঠা পেতে চান আপন পরিচয়েই।
“এ নিয়ে (জার্সি নম্বর) আমি ক্লাবের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে এই নম্বরটির প্রস্তাব দিয়েছিল। আমার মনে হয় না, আর কোনো নম্বর খালি ছিল।”
“ক্লাবটিতে নম্বরটির মানে কী তা আমার জানা এবং এটা আমাকে অনুপ্রাণিত করছে। এটা দৃঢ়তা ও নেতৃত্বের প্রতিনিধিত্ব করে। এই নম্বরের জন্য আমি নিজের সবটুকু উজাড় করে দিতে চাই।”
তবে নিজেকে কারো সঙ্গে তুলনা করায় আপত্তি বায়ার্ন মিউনিখের সাবেক এই ফুটবলারের।
“আমি অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে এখানে আসিনি। আমি ডাভিড আলাবা এবং ডাভিড আলাবা হয়েই থাকব।”
রিয়ালে যোগ দিয়ে স্বপ্নপূরণ হয়েছে বলে জানালেন বায়ার্নে এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, ১০টি বুন্ডেসলিগা ও ছয়টি জার্মান কাপসহ অনেক শিরোপা জেতা আলাবা।
“এটি একটি স্বপ্নপূরণ, আমি বিশ্বের সেরা ক্লাবে আছি এবং এখানে থাকতে পারাটা আমাকে গর্বিত করে।”
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে ‘প্রস্তুত’ আলাবা
-
দেরিতে আসায় ক্যাম্প থেকে বাদ ফরোয়ার্ড জীবন
-
'আমাদের মাঠে থাকার যোগ্যতাই ছিল না'
-
সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ