পুলিশি তদন্তের মুখে খেলোয়াড়কে বহিষ্কার করল এভারটন

পুলিশি তদন্তের মুখে থাকা নিজেদের একজন খেলোয়াড়কে বহিষ্কার করেছে প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2021, 12:21 PM
Updated : 20 July 2021, 12:38 PM

তদন্তের স্বার্থে এই খেলোয়াড়ের পরিচয় প্রকাশ করা হয়নি বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

খেলোয়াড়কে বহিষ্কার করার পাশাপাশি মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এভারটন পুলিশকে তদন্তে সবরকম সহায়তা করার আশ্বাস দিয়েছে।

“তদন্তে যথাযথ কর্তৃপক্ষকে সাহায্য করে যাবে ক্লাব। এই মুহূর্তে আর কোনো মন্তব্যও করা হবে না।”

এদিকে, শিশুকে যৌন নির্যাতন করার সন্দেহে প্রিমিয়ার লিগের এক ফুটবলারকে গত শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। যদিও সেখানে ক্লাবের নাম প্রকাশ করা হয়নি। বর্তমানে অবশ্য এই খেলোয়াড় জামিনে আছেন।

প্রিমিয়ার লিগের গত মৌসুম ১০ নম্বরে থেকে শেষ করা এভারটন সম্প্রতি নতুন কোচ হিসেবে রাফা বেনিতেসকে নিয়োগ দিয়েছে। আসছে মৌসুমে তাদের লিগ যাত্রা শুরু হবে আগামী ১৪ অগাস্ট, ঘরের মাঠে সাউথহ্যাম্পটনের মুখোমুখি হবে ক্লাবটি।