অলিম্পিকে করোনাভাইরাস: চেক ভলিবল দলে আক্রান্ত বেড়ে ৩

টোকিও অলিম্পিকে অংশ নিতে আসা চেক রিপাবলিকের বিচ ভলিবল দলে এবার ট্রেইনার সিমন নাউশ কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2021, 11:10 AM
Updated : 20 July 2021, 11:10 AM

দেশটির অলিম্পিক দলের পক্ষ থেকে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করা হয়।

এ নিয়ে দলটির তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। আগের দিন দলের সদস্য ওন্দ্রে পেরুসিচের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

নউশ ও পেরুসিচ দুজনই অলিম্পিক ভিলেজ ছেড়ে আইসোলেশনে রয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

আইসোলেশনে থাকার বাধ্যবাধকতার কারণে আগামী ২৬ জুলাই তাদের প্রথম ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিয়তায় পড়ে গেছে।

করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক মাঠে গড়াবে আগামী ২৩ জুলাই। আগামী ৮ অগাস্ট পর্দা নামবে বৈশ্বিক ক্রীড়াযজ্ঞের সর্ববৃহৎ আসরের। প্রায় দর্শকবিহীন ভাবেই গড়াবে এবারের আসর।

সামগ্রিকভাবে জাপানে করোনাভাইরাস পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় খারাপ না হলেও দেশটিতে এখন পর্যন্ত আট লক্ষের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন পনের হাজার মানুষ।