জামালের দারুণ ফ্রি কিকে সাইফ স্পোর্টিংয়ের জয়

নির্ধারিত সময়ের তখন মিনিট তিন বাকি। ম্যাচ ছুটছে ড্রয়ের দিকে। ঠিক তখনই প্রায় ৩০ গজ দূর থেকে দারুণ ফ্রি কিকে ম্যাচের ভাগ্য গড়ে দিলেন জামাল ভূইয়া। সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচ জিতে নিল সাইফ স্পোর্টিং।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2021, 01:34 PM
Updated : 19 July 2021, 01:34 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে সাইফ স্পোর্টিং। প্রথম লেগের দেখায় ৩-২ গোলে জিতেছিল তারা।

১৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এলো সাইফ স্পোর্টিং। ১৭ ম্যাচে ১৪তম হারের স্বাদ পাওয়া আরামবাগ ৫ পয়েন্ট নিয়ে থাকল তলানিতেই।

অনেকটা সময় সাইফ স্পোর্টিংকে ভালোভাবেই আটকে রাখতে সক্ষম হয় আরামবাগ। ৩০তম মিনিটে প্রতিরোধ ভাঙে দলটির। জামালের ফ্রি কিকে দারুণ হেডে সাইফ স্পোর্টিংকে এগিয়ে নেন নাইজেরিয়ান ডিফেন্ডার এমানুয়েল আরিয়াচুকু।

সাত মিনিট পরই উজবেকিস্তানের ফরোয়ার্ড ইসলামজন আব্দুলকাদিরভ স্পট কিকে সমতা ফেরান। কর্নার ক্লিয়ার করতে গিয়ে লাফিয়ে ওঠা ডিফেন্ডার সবুজ হোসেনের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৭৩তম মিনিয়ে ইয়াসিন আরাফাতের ক্রস আরামবাগের ডিফেন্ডার জাহিদুল ইসলাম বাবু ব্লক করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। সামনে থাকা মারাজ হোসেন বাতাসে ভেসে থাকা বল দারুণ সাইড ভলিতে জালে জড়িয়ে দেন।

দুই মিনিট পর দারুণ বোঝাপড়ায় ব্যবধান আরও বাড়িয়ে নেয় সাইফ স্পোর্টিং। নিজেদের অর্ধ থেকে এমানুয়েলের লম্বা ক্রস দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বেরিয়ে নিয়ন্ত্রণে নেন মারাজ। এরপর বাঁ দিক থেকে তার বাড়ানো ক্রসে ফাঁকায় থাকা ফয়সাল আহমেদ ফাহিম হেডে খুঁজে নেন জাল।

ছয় মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ জমিয়ে তোলে আরামবাগ। ৭৮তম মিনিটে খোলমুরদভ পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন। বক্সে উজবেকিস্তানের এই ফরোয়ার্ডকে ফাউল করেছিলেন সাইফ স্পোর্টিং গোলরক্ষক শান্ত রায়।

৮৪তম মিনিটে ডান দিক থেকে রবিন রনির ক্রস নিয়ন্ত্রণে নিয়ে এক চকিতে রক্ষণের পাহারা এড়িয়ে একটু এগিয়ে নিখুঁত স্লাইডে সমতা ফেরান আরাফাত মিয়া।

তিন মিনিট পরই ম্যাচে পার্থক্য গড়ে দেন জামাল। জাতীয় দলের অধিনায়কের ফ্রি কিক রক্ষণ দেয়ালের ওপর দিয়ে উড়ে বাঁক খেয়ে জালে জড়ায়। ঝাঁপিয়ে পড়েও ফেরাতে পারেননি গোলরক্ষক আবুল কাশেম মিলন। বাকিটা সময় ব্যবধান ধরে রেখে চলতি লিগে নবম জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং।