১৮ গোলের জয় দিয়ে শিরোপা উৎসব কিংসের মেয়েদের

হ্যাটট্রিক উপহার দিলেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার জুনিয়র। মেয়েদের লিগে জামালপুর কাচারিপাড়া একাদশকে গোল বন্যায় ভাসিয়ে এক ম্যাচ হাতে রেখে মুকুট ধরে রাখা নিশ্চিত করল বসুন্ধরা কিংস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2021, 08:36 AM
Updated : 17 July 2021, 08:36 AM

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার ১৮-০ গোলে জিতে কিংস। প্রথম লেগে জামালপুর কাচারিপাড়া একাদশের বিপক্ষে ৫-০ গোলে জিতেছিল সাবিনা-কৃষ্ণারা।

১৩ ম্যাচের সবগুলো জিতে ৩৯ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে কিংস। দলটির হাতে বাকি এক ম্যাচ। হার এড়াতে পারলেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গর্ব সঙ্গী হবে তাদের। ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব।

তৃতীয় মিনিটে মনিকা চাকমা কিংসকে এগিয়ে নেওয়ার ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আনাই মোগিনি। প্রথমার্ধে আরও পাঁচ গোল করে বড় জয়ের পথে ছুটতে থাকে তারা।

প্রথমার্ধেই হ্যাটট্রিক করা কৃষ্ণা দ্বিতীয়ার্ধে করেন আরও দুই গোল। দ্বিতীয় অর্ধে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। ২৩ মিনিটের মধ্যে চারবার গোল উৎসব করেন শামসুন্নাহার জুনিয়র। এছাড়া সানজিদা ২টি, সুমাইয়া মাতসুশিমা এক গোল করেন। অন্য গোলটি আত্মঘাতী।

চলতি লিগে এটি কিংসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। গত মাসে নাসরিন স্পোর্টস একাডেমির বিপক্ষে ২০-০ গোলে জিতেছিল তারা।

লিগে যথারীতি কিংসের দুই তারকা ফরোয়ার্ড সাবিনা ও কৃষ্ণার মধ্যে চলছে সেরা গোলদাতা হওয়ার লড়াই। এ মুহূর্তে ২৪ গোল নিয়ে তালিকায় শীর্ষে কৃষ্ণা। সাবিনার গোল ২০টি।