প্রাক-মৌসুমে বার্সার তৃতীয় প্রতিপক্ষ স্টুটগার্ট

নতুন মৌসুমের প্রস্তুতি পর্বে আগামী ২৮ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত জার্মানিতে থাকবে বার্সেলোনা দল। প্রাক-মৌসুমের এই পর্বে সেখানে দলটি তাদের তৃতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে, স্টুটগার্টের বিপক্ষে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2021, 10:17 AM
Updated : 16 July 2021, 10:17 AM

ক্লাবের ওয়েবসাইটে শুক্রবার দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

প্রথম দুটি প্রস্তুতি ম্যাচে তারা খেলবে স্পেনের তৃতীয় সারির দল তারাগোনা ও বর্তমানে দ্বিতীয় সারির প্রতিযোগিতায় খেলা জিরোনার বিপক্ষে। ম্যাচ দুটি হবে যথাক্রমে আগামী ২১ ও ২৪ জুলাইয়ে।

গতবার লা লিগায় তৃতীয় হওয়া বার্সেলোনা এরপর যাবে জার্মানিতে। আগামী ৩১ জুলাইয়ে স্টুটগার্টের বিপক্ষে মাঠে নামবে রোনাল্ড কুমানের দল।

১১ বছর পর স্টুটগার্টের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। সবশেষ ২০০৯-১০ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল তারা। অ্যাওয়ে ম্যাচে জ্লাতান ইব্রাহিমোভিচের একমাত্র গোলে ১-১ ড্রয়ের পর ফিরতি ম্যাচে ঘরের মাঠে ৪-০ ব্যবধানে জিতেছিল কাতালান ক্লাবটি। কাম্প নউয়ের ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি এবং একটি করে করেছিলেন পেদ্রো ও বোজান।