বুন্ডেসলিগায় বহাল থাকছে ৫ বদলির নিয়ম

বুন্ডেসলিগা ও বুন্ডেসলিগা ২-এ ২০২১-২২ মৌসুমেও ম্যাচে প্রতিটি দল পাঁচ জন বদলি খেলোয়াড় মাঠে নামানোর সুযোগ পাবেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2021, 10:11 AM
Updated : 15 July 2021, 10:11 AM

জার্মান ফুটবল লিগ (ডিএফএল) বুধবার একই সঙ্গে জানায়, অ্যাওয়ে দলের দর্শকদেরও অনুমতি দেওয়া হবে মাঠে বসে খেলা দেখার। আগামী ২৭ অগাস্ট তৃতীয় ম্যাচ ডে থেকে যা শুরু হবে।

করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ মৌসুমের শেষভাগে লিগ দীর্ঘদিন বন্ধ থাকার পর ঠাসা সূচিতে শুরু হয়। ওই সময় খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির বিবেচনায় বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচ জন করার সিদ্ধান্ত হয়েছিল।

পরবর্তীতে ২০২১ সালের অগাস্ট পর্যন্ত নিয়মটি রেখে দেওয়ার কথা জানায় ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি। তারাই সম্প্রতি জানায়, ২০২২ সালের শেষ পর্যন্ত পাঁচ বদলির নিয়মটি চালিয়ে যেতে পারবে প্রতিযোগিতাগুলো। এরই প্রেক্ষিতে বুন্ডেসলিগায় নিয়মটি বহাল রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

কোভিড-১৯ এর কারণে বুন্ডেসলিগার গত মৌসুমে বেশিরভাগ ম্যাচ হয়েছে দর্শকশূন্য মাঠে। পরবর্তীতে কেবল স্বাগতিক দলের কিছু সংখ্যক দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছিল। এবার মৌসুমের তৃতীয় ম্যাচ ডে থেকে অ্যাওয়ে দলের দর্শকদেরও মাঠে ফেরানোর কথা জানাল ডিএফএল।

বুন্ডেসলিগার পরের মৌসুম শুরু হচ্ছে আগামী ১৩ অগাস্ট। প্রথম ম্যাচে শিরোপাধারী বায়ার্ন মিউনিখ খেলবে বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে।