ইউরোর সেরা গোল শিকের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jul 2021 11:43 PM BdST Updated: 14 Jul 2021 11:43 PM BdST
স্কটল্যান্ডের বিপক্ষে মাঝমাঠ থেকে অবিশ্বাস্য এক গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন চেক রিপাবলিকের পাত্রিক শিক। তার সেই গোলই ফুটবলপ্রেমীদের ভোটে ইউরো ২০২০ আসরের সেরা গোল নির্বাচিত হয়েছে।
প্রতিযোগিতাটির গ্রুপ পর্বে দলের ২-০ ব্যবধানে জেতা ম্যাচটিতে দুটি গোলই করেছিলেন শিক। দ্বিতীয়ার্ধে ছিল ওই গোল।
প্রতিপক্ষ গোলরক্ষক উঠে গিয়েছিলেন মাঝমাঠের কাছে। সুযোগ বুঝে বল পেয়েই প্রায় ৫০ গজ দূর থেকে শট নেন শিক। বিপদ বুঝতে পেরে গোলরক্ষক ডেভিড মার্শাল দৌড় দেন বটে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। বলের সঙ্গে তিনিও জালে জড়ান।
উয়েফার অফিসিয়াল ওয়েবসাইটে প্রায় আট লাখ ফুটবলপ্রেমী ভোট দিয়েছেন টুর্নামেন্ট সেরা গোল নির্বাচনে।
দ্বিতীয় সেরা হয়েছে সুইজারল্যান্ডের বিপক্ষে পল পগবার করা গোলটি। ডি-বক্সের বাইরে থেকে আচমকা শটে দলের তৃতীয় গোলটি করেছিলেন ফরাসি মিডফিল্ডার। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ সমতায় শেষ হওয়া শেষ ষোলোর ম্যাচটি টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতেছিল সুইসরা।
সদ্য শেষ হওয়া আসরের সেরা দশটি গোলের তালিকা দিয়েছে উয়েফা। তৃতীয় স্থানে স্কটল্যান্ডের বিপক্ষে করা ক্রোয়েশিয়া মিডফিল্ডার লুকা মদ্রিচের গোলটি।
ইউরো ২০২০-এর সেরা ১০ গোল
১. পাত্রিক শিক (চেক রিপাবলিক, প্রতিপক্ষ স্কটল্যান্ড)
২. পল পগবা (ফ্রান্স, প্রতিপক্ষ সুইজারল্যান্ড )
৩. লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া, প্রতিপক্ষ স্কটল্যান্ড)
৪. লরেন্সো ইনসিনিয়ে (ইতালি, প্রতিপক্ষ বেলজিয়াম)
৫. কেভিন ডে ব্রুইনে (বেলজিয়াম, প্রতিপক্ষ ডেনমার্ক)
৬. ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল, প্রতিপক্ষ হাঙ্গেরি)
৭. আলভারো মোরাতা (স্পেন, প্রতিপক্ষ ইতালি)
৮. মিকেল ডামসগার্ড (ডেনমার্ক, প্রতিপক্ষ ইংল্যান্ড)
৯. ইয়ারমোলেঙ্কো (ইউক্রেন, প্রতিপক্ষ নেদারল্যান্ডস)
১০. ফেদেরিকো চিয়েসা (ইতালি, প্রতিপক্ষ স্পেন)
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’