ফেরার খুব কাছে ফন ডাইক: ক্লপ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jul 2021 03:56 PM BdST Updated: 14 Jul 2021 03:56 PM BdST
-
দলীয় অনুশীলনে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক (ডানে)। ছবি: লিভারপুল
-
লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। ছবি: লিভারপুল
দুয়ারে কড়া নাড়ছে নতুন মৌসুম, কিন্তু আগের মৌসুমের চোট সমস্যা এখনও কাটিয়ে উঠতে পারেনি লিভারপুল। তবে দলটির তারকা খেলোয়াড় ভার্জিল ফন ডাইকসহ চার ডিফেন্ডার চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে দ্রুত উন্নতি করছে বলে জানালেন দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ।
হাঁটুর চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে আছেন সেন্টার ব্যাক ফন ডাইক। গত অক্টোবরে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে চোট পাওয়ার পর অস্ত্রোপচার হয়েছিল ৩০ বছর বয়সী এই ডাচ ফুটবলারের হাঁটুতে।
দলের ইংলিশ ডিফেন্ডার জো গোমেজও হাঁটুর চোটের সঙ্গে লড়ছেন। ক্যামেরুনের ডিফেন্ডার জোয়েল মাতিপের সমস্যা গোড়ালির গাঁটে। দলের আরেক ইংলিশ রক্ষণ সেনানী ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ভুগছেন পেশির সমস্যায়।
প্রত্যেকেই অস্ট্রিয়ার সালসবুর্কে লিভারপুলের প্রাক-মৌসুম অনুশীলনে নিজেদের ফিটনেস নিয়ে কাজ করছেন। সবাই দ্রুত উন্নতি করছে বলে মঙ্গলবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে জানান ক্লপ।

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। ছবি: লিভারপুল
“জোয়েলকেও অবশ্যই ভালো দেখাচ্ছে, সে স্বাভাবিক অনুশীলনের খুব কাছে… ট্রেন্টের চোটও ছিল যথেষ্ট মারাত্মক, তবে আমি বলব এখন আর তেমনটা নেই। সে ফেরার খুব কাছে তবে এই মুহূর্তে অবশ্যই পরবর্তী পাঁচ-ছয়দিন তাকে বিশেষ কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হবে।”
তৃতীয় হয়ে গত লিগ মৌসুম শেষ করা লিভারপুল ২০২১-২২ মৌসুম শুরু করবে আগামী ১৪ অগাস্ট, শীর্ষ লিগে উঠে আসা নরিচ সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে।
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
-
স্পেনের উইলিয়ামস এখন ঘানার
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর