হকি দলের সাবেক কোচ নাভিদ আলমের মৃত্যু

কদিন আগেই খবর এসেছিল ব্ল্যাড ক্যান্সারে ভুগছেন নাভিদ আলম। প্রাণঘাতী ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে মাত্র ৪৭ বছর বয়সে হার মেনেছেন বাংলাদেশ জাতীয় হকি দলের এই সাবেক কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2021, 11:57 AM
Updated : 13 July 2021, 11:57 AM

লাহোরের একটি হাসপাতালে মঙ্গলবার মৃত্যুবরণ করেন নাভিদ। পাকিস্তানের হয়ে ১৯৯৪ বিশ্বকাপ জেতা এই তারকা ১৯৯৯ সালে খেলেন বাংলাদেশর হকি লিগের দল ঊষা ক্রীড়া চক্রের হয়ে।

২০১৩ সালে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নেন নাভিদ। ওই বছরই তার হাত ধরে বাংলাদেশ অংশ নেয় এশিয়ান কাপে। মালয়েশিয়ার সেই আসরে সপ্তম হয়েছিল দল।

১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকে পাকিস্তান হকি দলের হয়ে খেলেন নাভিদ। খেলোয়াড়ী ক্যারিয়ারের ইতি টানার পর বাংলাদেশসহ পাকিস্তান ও চীনের কোচের দায়িত্ব পালন করেন তিনি।

চলতি মাসের শুরুতে অসুস্থ হয়ে পাকিস্তানের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাভিদ। কদিন আগে তার শরীরে ব্ল্যাড ক্যান্সার ধরা পড়ে। কেমোথেরাপি শুরু হয়েছিল। গত রাতে কেমোথেরাপি দেওয়ার পর তার শরীর ভেঙে পড়ে বলে পাকিস্তানের গণমাধ্যমকে জানান তার মেয়ে।