ইউরো জয়ের উদযাপনে ইতালিতে নিহত ১
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2021 11:01 PM BdST Updated: 12 Jul 2021 11:01 PM BdST
৫৩ বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের আনন্দে বাঁধভাঙ্গা উল্লাসে মেতেছে ইতালি। মানুষ রাস্তায় নেমে এসেছেন উদযাপনে, একসাথে নাচছেন, গাইছেন। অনেকে আবার আতশবাজিও পোড়াচ্ছেন। এরই মাঝে ঘটেছে প্রাণহানির ঘটনা। দেশটির বিভিন্ন স্থানে আহত হয়েছেন বেশ কয়েকজন।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় ইতালি।
২০১৮ বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি ইতালি। স্বভাবতই নিজেদের ফুটবল নিয়ে হতাশায় ভুগছিলেন সমর্থকরা। মাত্র তিন বছরের ব্যবধানে ইউরো চ্যাম্পিয়ন হওয়াটা তাই তাদের কাছে বিশেষ কিছুই। তারই বহিঃপ্রকাশ ঘটেছে তাদের উম্মাতাল উদযাপনে।
সিসলির কালতাজিরোনে গাড়ি দুর্ঘটনায় প্রান হারান ২২ বছর বয়সী ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, দ্রুত গাড়ি চালিয়ে রাজধানীতে বিজয় উৎসব উদযাপনে যোগ দিতে যাচ্ছিলেন তিনি।
ম্যাচ পরবর্তী উদযাপনে পাগলাটে পরিবেশ তৈরি হয় মিলানে। সেখানে ১৫ জন আহত হয়েছেন, গুরুতর আহত তিন জন। এদের মধ্যে হাতেই আতশবাজি বিস্ফোরণে একজন তিনটি আঙ্গুল হারিয়েছেন।
অন্যদিকে, দক্ষিণের ফোগিয়া শহরের কাছে একজন খুন হয়েছেন। পুলিশের ধারণা, আনন্দ-উৎসবে রাস্তায় তৈরি হওয়া বিশৃঙ্খলাকে কাজে লাগিয়ে তাকে গুলি করে মোটরবাইকে পালিয়ে গেছেন খুনি।
স্থানীয় গণমাধ্যমের খবর, খুন হওয়া ওই ব্যক্তির সঙ্গে থাকা তার ছয় বছরের ভাতিজিও গুরুতর আহত হয়েছে।
-
‘জিকো-ইব্রাহিমদের চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় ক্যাম্পে আছে’
-
ফাইনাল দেখতে এসে মারামারি করে গ্রেফতার ৫
-
‘লিভারপুলের শিরোপা কঠিন, তবে অসম্ভব নয়’
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
টিভিতে আজ
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
সর্বাধিক পঠিত
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
- কুমিল্লা সিটিতে আওয়ামী লীগের বিদ্রোহী আফজল খানের ছেলে ইমরান
- ‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’