ইউরো ফাইনাল: ভক্ত-সমর্থকদের উন্মাদনা

করোনাভাইরাসের প্রাদুর্ভাব, আক্রান্ত হওয়ার শঙ্কা-কোনোকিছুই যেন আজ ঘরে আটকে রাখতে পারছে না তাদের। ইউরো শুরুর আগে থেকেই ইংলিশরা শুরু করেছিল সেই বিখ্যাত গান ‘ইটস কামিং হোম’। দল ফাইনালে ওঠায় তা আরও জোরালো হয়েছে। দেশটির মানুষদের মনে যেন দৃঢ় বিশ্বাস জন্মে গেছে, এবার মিলবেই শিরোপা, কাটবে ৫৫ বছরের শিরোপা খরা। রাস্তায় নেমে এসেছে হাজারো-লাখো মানুষ। ওয়েম্বলির বাইরে ফ্লেয়ার ছুড়ে আনন্দ-উল্লাস করছে সবাই, যেন আগাম উৎসবই শুরু করে দিয়েছে তারা। ইতালির মানুষও কম যাই না-তারা উল্টো বলতে শুরু করেছে ‘ইটস কামিং হোম টু রোম’। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2021, 03:09 PM
Updated : 11 July 2021, 04:17 PM