মেসির পাগলাটে, ব্যাখ্যাতীত আনন্দ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2021 04:21 PM BdST Updated: 11 Jul 2021 07:52 PM BdST
কতবার স্বপ্ন ভাঙার বেদনায় পুড়তে হয়েছে, বিষাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। একবার তো হতাশায় অবসরই নিয়ে ফেলেছিলেন। সেই সব পেছনে ফেলে এগিয়ে গেছেন লিওনেল মেসি। তবে ব্রাজিলকে তাদেরই মাটিতে হারিয়ে লক্ষ্য পূরণের পর হয়তো অতীতের কথা মনে পড়ছে ফুটবলের এই মহাতারকার। প্রতীক্ষাটা দীর্ঘ দিনের বলেই হয়তো আনন্দ বেশি, দেশের হয়ে প্রথম বড় শিরোপা জয়ের পর আর্জেন্টিনা অধিনায়ক অনুভব করছেন পাগলাটে, ব্যাখ্যাতীত আনন্দ।
Related Stories
রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরে ব্রাজিলকে ১-০ গোল হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা।
২৮ বছরের মধ্যে এটিই তাদের প্রথম শিরোপা। ২০০৫ সালে অভিষেকের পর দেশের হয়ে এই প্রথম কোনো ট্রফির স্বাদ পেলেন মেসি। এবার নিয়ে খেললেন কোপা আমেরিকার ষষ্ঠ আসরে, এর আগে তিনবার হয়েছেন রানার্সআপ। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামেই ফাইনালে জার্মানির বিপক্ষে হেরেছিল মেসির আর্জেন্টিনা।
সেই মাঠেই পূরণ হলো শিরোপার স্বপ্ন। এই অর্জনের আনন্দে যেন আত্মহারা মেসি। ম্যাচ শেষে জানালেন, সাফল্য আসবেই জানতেন তিনি।
“জাতীয় দলের হয়ে কিছু অর্জনের জন্য একটি শিরোপার প্রয়োজন ছিল আমার। অনেক বছর ধরেই আমি এই প্রাপ্তির খুব কাছেই ছিলাম। আমি জানতাম, একটা সময় এই জায়গায় বদল আসবে, এমনটা (শিরোপা জয়) ঘটতে যাচ্ছে। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ ব্রাজিলের মাটিতে ব্রাজিলের বিপক্ষে এই মুহূর্তটি উপহার দিয়েছেন। তিনি সম্ভবত এই মুহূর্তটি আমার জন্য তুলে রেখেছিলেন।”
“যে আনন্দ আমি অনুভব করছি তা পাগলাটে, অবর্ণনীয়। অনেকবারই আমাকে বিষাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। আমি জানতাম যে, আমার সঙ্গে এমন কিছু ঘটবে, যেটার জন্য এর চেয়ে ভালো কোনো মুহূর্ত হতে পারে না। এই দলের এই অর্জন সত্যিই প্রাপ্য। অসাধারণ কিছু, খুবই খুশি।”
টুর্নামেন্টের সেমি-ফাইনাল ও ফাইনালে চোট নিয়েই খেলেছেন মেসি। ম্যাচ শেষে যা নিশ্চিত করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মেসিও জানালেন, হ্যামস্ট্রিংয়ে টান লাগার কথা।
“ঠিক চোট নয়, হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল। গত ম্যাচ থেকেই ভুগছিলাম। বিশ্রামের পর্যাপ্ত সময় না পাওয়ায় আমাদের প্রায় সবারই একই অবস্থা। শেষ পর্যন্ত খেলতে পেরেছি। ভাগ্যক্রমে আমরা শিরোপাটি জিতেছি এবং সবকিছু ভালোভাবেই হয়েছে।”
বারবার স্বপ্ন ভঙ্গ হওয়ার পর যাদের কাছে পেয়েছেন আশ্রয়, যারা ছিলেন পাশে, সেই পরিবারকে এই শিরোপাটি উৎসর্গ করেছেন মেসি।
“অনেকবার এটার স্বপ্ন দেখেছি। আমার পরিবার, স্ত্রী, সন্তান, বাবা, আমার ভাইয়েরা যারা অনেক ভুগেছে, আমার মতো বা এর চেয়ে বেশি, তাদেরকে আমি এই শিরোপা উৎসর্গ করতে চাই। এতদিন কোনো কিছু না জিতেই আমরা ঘুরতে যেতাম, বিষন্ন কতগুলো দিন কাটাতাম। তবে এবার সময়টা ভিন্ন।”
-
কাম্প নউয়ে হেরে মৌসুম শেষ বার্সেলোনার
-
চ্যাম্পিয়ন হয়ে গুয়ার্দিওলা বললেন ‘আমরা কিংবদন্তি’
-
শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
-
১১ বছর পর সেরি আ চ্যাম্পিয়ন এসি মিলান
-
অ্যাস্টন ভিলার গোলরক্ষককে আক্রমণ, ক্ষমা চাইল সিটি
-
বিদেশি কোচদের মধ্যে ইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন গুয়ার্দিওলা
-
হেরেও ইউরোপা লিগে ইউনাইটেড
-
চোটে ছিটকে গেলেন দীর্ঘদিন পর ফেরা হেমন্ত
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা