‘দ্বিতীয়ার্ধে শুধু ব্রাজিল খেলেছে, আর্জেন্টিনা সময় নষ্ট করেছে’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2021 11:14 AM BdST Updated: 11 Jul 2021 07:53 PM BdST
কোপা-আমেরিকার ফাইনালে জয়ী আর্জেন্টিনাকে অভিনন্দন জানাচ্ছেন চিয়াগো সিলভা। তবে ব্রাজিলের ডিফেন্ডারের মতে, ম্যাচের দ্বিতীয়ার্ধে এক চেটিয়া প্রাধান্য ছিল তাদের। আর্জেন্টিনা স্রেফ সময় কাটানোর চেষ্টা করেছে। একই রকম কথা শোনা গেল ব্রাজিলের কোচ তিতের কণ্ঠেও।
Related Stories
ম্যাচে বল দখলের লড়াই, পাস, গোলে শট, সবকিছুতেই এগিয়ে ব্রাজিল। কিন্তু গোলের খেলা ফুটবলে গোলটিই করতে পারেনি তারা ম্যাচের ৬০ শতাংশ সময় বল দখলে রেখেও।
প্রথমার্ধে আনহেল দি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ওই গোলেই ম্যাচ জিতে তারা শিরোপার উল্লাসে মেতে ওঠে।
ম্যাচের পর ব্রাজিলের চিয়াগো সিলভা আঙুল তুললেন আর্জেন্টিনার খেলার ধরনের দিকে। এটিকে অবশ্য হারের অজুহাত হিসেবে দেখাতে নারাজ তিনি।
“প্রথমে আমাদের প্রতিপক্ষকে ধন্যবাদ জানাতেই হবে। বিশেষ করে, প্রথমার্ধের জন্য, যেখানে তারা আমাদের নিষ্ক্রিয় করে রাখে। দ্বিতীয়ার্ধে কোনো প্রতিদ্বন্দ্বীতাই হয়নি। কেবল একটি দলই ফুটবল খেলার চেষ্টা করেছে, আরেক দল কেবল সময় নষ্ট করেছে।”
“এটা অবশ্য অজুহাত নয়। আমরা জানতাম তারা এরকম করবে। আমাদের যা করার ছিল, তা আমরা করতে পারিনি। বিশেষ করে প্রথমার্ধে।”
ব্রাজিল কোচ তিতে প্রতিপক্ষের পাশাপাশি কাঠগড়ায় দাঁড় করালেন ম্যাচের রেফারিকেও।
“খেলাটাকে এতবার থামানো হয়েছে! আমরা খেলতেই চেয়েছিলাম, কিন্তু ওখানে দেখা গেল অ্যান্টি-ফুটবল। পুরো সময়টায় দেখা গেল ফাউল আদায়ের জন্য ডাইভিং। সেই ফাউলের জন্যও তারা সময় নিল যেন অনন্তকাল! রেফারি খেলাটাকে চালু রাখতে পারেননি। কৌশলই ছিল খেলার গতি ভঙ্গ করা।”
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- পদ্মা সেতু: এক নজরে
- সর্বোচ্চ গড়ে ব্র্যাডম্যানের পরই সরফরাজ
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)