শিরোপা জয়ের পথে আর্জেন্টিনার ১২ গোলের ভিডিও

২৮ বছরের শিরোপা খরা ঘুচল। শেষ হলো ফাইনালে গোল খরাও। লিওনেল মেসির হাতে উঠল জাতীয় দলের হয়ে প্রথম শিরোপা। কোপা আমেরিকার এত এত প্রাপ্তির আসরে আর্জেন্টিনা মোট গোল করেছে ১২টি, যার ৯টিতেই জড়িয়ে আছে মেসির নাম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2021, 03:40 AM
Updated : 11 July 2021, 03:40 AM

ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর টুর্নামেন্টে তাদের ১২ গোলের ভিডিও দিয়েছে কনমেবল কোপা আমেরিকা।